প্রকাশিত :  ০৮:৫৭, ৩১ জানুয়ারী ২০২৩
সর্বশেষ আপডেট: ১০:০১, ৩১ জানুয়ারী ২০২৩

যুক্তরাষ্ট্রে হাজারো ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রে হাজারো ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: শীতকালীন আবহাওয়ার কারণে গতকাল সোমবার যুক্তরাষ্ট্রে এক হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। আজ মঙ্গলবারও দেশটিতে অনেক ফ্লাইট বাতিল হতে পারে বলে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

সিএনএনের খবরে বলা হয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ডালাস লাভ ফিল্ড, ডালাস-ফোর্ট ওর্থ ইন্টারন্যাশনাল, অস্টিন বার্জস্ট্রম ইন্টারন্যাশনাল এবং হিউস্টোন বুশ ইন্টারন্যাশনালের ফ্লাইট বাতিল হয়েছে।

এ ছাড়া লাস ভেগাসের হ্যারি রেইড ইন্টারন্যাশনাল এবং কলোরাডোর ডেনভার ইন্টারন্যাশনাল বিমানবন্দরের ফ্লাইট উল্লেখযোগ্যভাবে বিলম্বিত হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটএওয়ার জানিয়েছে, সোমবার রাত ১১টা থেকে ১ হাজার ১০০ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এবং বিলম্বিত ফ্লাইটের সংখ্যা পাঁচ হাজারের বেশি। এছাড়া মঙ্গলবারও ৯০০ এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে।

এর আগে গত শনিবার শীতকালীন ঝড়ের হাজারো ফ্লাইট বাতিল করে দেশটি।




Leave Your Comments


আন্তর্জাতিক এর আরও খবর