img

খোঁজ মিললো সেই স্বতন্ত্র প্রার্থী আসিফের

প্রকাশিত :  ০৯:২৩, ০২ ফেব্রুয়ারী ২০২৩

খোঁজ মিললো সেই স্বতন্ত্র প্রার্থী আসিফের

খোঁজ মিলেছে গত ছয়দিন ধরে \'নিখোঁজ\' থাকা স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেতা আবু আসিফ আহমেদের। তিনি রাজধানীতে বসুন্ধরার বাসায় অবস্থান করছে বলে জানতে পেরেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন  এ তথ্য জানান। 

পুলিশ সুপার জানান, আবু আসিফ আহমেদ নিখোঁজ থাকার বিষয়ে তার স্ত্রী থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। এ বিষয়ে খোঁজ নিতে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আসিফের সন্ধান পাওয়ার বিষয়টি পুলিশ সুপারকে নিশ্চিত করেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, জিডি তদন্তের ক্ষেত্রে আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি ঢাকায় আছেন। এখন তিনি বসুন্ধরার বাসায় আছেন, শিগগিরই ব্রাহ্মণবাড়িয়াতে আসবেন। আসার পর সরাসরি তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে বুঝতে পারবো আসল ঘটনা কি হয়েছিল। তিনি কোথায় গিয়েছিলেন এবং কেন গিয়েছিলেন। 

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরগাড়ি প্রতীক নিয়ে নির্বাচন করা আবু আসিফ আহমেদ গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর গত ৩১ জানুয়ারি বিকেলে তার স্ত্রী মেহেরুন্নিসা মেহেরুন স্বামীর সন্ধানের দাবিতে ইমেইলের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন করেন। পরে তিনি আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।

এদিকে, এই আসন থেকে নির্বাচনে জয়ী হওয়া উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী আবু আসিফ আহমেদকে ছাড়াই বুধবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন স্থগিতের দাবি করেছিলেন আবু আসিফের স্ত্রী মেহেরুন্নিসা। তিনি বুধবার বিকেলে আশুগঞ্জ উপজেলা সদরের নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন। সেসময় তিনি নিখোঁজ থাকা তার স্বামী আবু আসিফ আহমেদকে ফিরে পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন।

img

বাঁশঝাড় থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত :  ০৯:৪৪, ২৬ এপ্রিল ২০২৪
সর্বশেষ আপডেট: ০৯:৪৬, ২৬ এপ্রিল ২০২৪

সাভারের আশুলিয়ায় বাঁশঝাড় থেকে আনজু খাতুন নামে এক নারী পোশাকশ্রমিকের রক্তাক্ত মরদেহে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ এপ্রিল) সকালে আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আনজু খাতুন আশুলিয়ার নরসিংহপুরের হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানার অপারেটর পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সদর থানার ঘাগুয়া এলাকায়।

পুলিশ জানায়, আজ সকালে স্থানীয়রা একটি বাঁশঝাড়ের ভেতর একটি নারীর মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় নিহতের গলায় একটি আইডি কার্ড দেখা গেছে। সেই আইডি কার্ড থেকে জানা যায় নিহত ওই নারীর নাম আনজু খাতুন এবং তিনি হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানার অপারেটর ছিলেন।

হামীম গ্রুপের টিআইএসডব্লিএস -১ (TISWL-1) কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) ইসমাইল হোসেন বলেন, আনজু খাতুন নামে এক নারী শ্রমিক গতকাল রাত ৯টা ১৫ মিনিটের পরে কারখানা থেকে বাসায় যায়। কিন্তু আজ সকালে তিনি কারখানায় আসেননি। পরে লাইনের সুপারভাইজার আনজুকে কল দিলেও আনজু ফোন রিসিভ করেনি।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ভজন চন্দ্র রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের কারণ উদঘাটনের চেষ্টা করছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।