img

কার্ডিফ বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন

প্রকাশিত :  ১৪:৩৭, ২০ আগষ্ট ২০১৮

কার্ডিফ বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন

জনমত ডেস্ক ।।  গত ১৫ আগষ্ট বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে কার্ডিফে স্থানীয় এক রেষ্টোরেন্টে কার্ডিফ বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় জাতীয়তাবাদী পরিবারের বিপুল সংখ্যক নেতা কর্মীর উপস্থিতিতে কার্ডিফ বিএনপির সহসভাপতি নূরুল হক আনসারীর সভাপতিত্বে ও কার্ডিফ বি এন পির সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।
প্রথমেই পবিত্র কুরআনে থেকে তেলাওয়াত করেন কার্ডিফ বিএনপির সহ সম্পাদক নজরুল হক নজরুল।
পরে সমস্বরে দলীয় সংগীত “প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ” গাওয়া হয়। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়েলস বিএনপির প্রধান উপদেষ্টা আব্দুল মজিদ, উপদেষ্টা মসুদ আহমদ, সহসভাপতি ইউসুফ খান জিমি, সহসভাপতি সামসুল আলম, সহসভাপতি ওয়ালিছ মিয়া, প্রথম যুগ্ম সম্পাদক জিল্লুল চৌধুরী, ওয়েলস যুবদলের সাবেক সাধারন সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী, ওয়েলস ছাত্রদলের সাবেক সভাপতি খলিলুর রহমান, সিলেট জেলা যুবদলের সাবেক নেতা আশরাফ আহমদ, সিলেট মেট্রোপলিটন ইউনিভর্সিটির সাবেক লেকচারার কার্ডিফে বিএনপির রূহেল আহমদ, সহসাংঠনিক সম্পাদক মোঃ তায়েফুল ইসলাম ও নূরুল ইসলাম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাংলদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক চিত্র তুলে ধরেন এবং বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহব্বান জানান। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে রাজপথের কঠোর আন্দোলনের বিকল্প কিছুই নেই বলেও তিঁনি তাঁর মতামত ব্যক্ত করেন। সামনের দিনে যুক্তরাজ্য বি এন পির আরও কঠিন আন্দোলনের দিক

কমিউনিটি এর আরও খবর

img

এপ্রিলে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়ে ১০.২২ শতাংশ

প্রকাশিত :  ১২:৫১, ১৩ মে ২০২৪
সর্বশেষ আপডেট: ১২:৫৯, ১৩ মে ২০২৪

মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার সব চেষ্টার মধ্যেও গত এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৩৫ বেসিস পয়েন্ট বেড়ে এপ্রিলে দাঁড়িয়েছে ১০ দশমিক ২২ শতাংশে। এর আগের মাসে অর্থাৎ, মার্চে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৮৭ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি গত মার্চের তুলনায় এপ্রিলে সাত বেসিস পয়েন্ট কমে নয় দশমিক ৭৪ শতাংশ দাঁড়িয়েছে।

আজ সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। হালনাগাদের তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে, গত এপ্রিলে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ৩০ বেসিস পয়েন্ট কমে নয় দশমিক ৩৪ শতাংশে দাঁড়িয়েছে। মার্চে এটি ছিল নয় দশমিক ৬৪ শতাংশ।

এপ্রিল মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা কমেছে; গত মাসে এই হার ছিল ৯ দশমিক ৩৪ শতাংশ।

মার্চ মাসে যা ছিল ৯ দশমিক ৬৪ শতাংশ। এ দিকে গত এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৯ দশমিক ৭৪ শতাংশ হয়েছে; আগের মাসে এই হার ছিল ৯ দশমিক ৮১ শতাংশ।

উচ্চ মূল্যস্ফীতি এখন অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকেরা বলেন, মূল্যস্ফীতি এক ধরনের কর, যা ধনী-গরিব-নির্বিশেষে সবার চাপ বাড়ায়। আয় বৃদ্ধির তুলনায় মূল্যস্ফীতি বেশি বেড়ে গেলে গরিব ও মধ্যবিত্তের সংসার চালাতে ভোগান্তি বাড়ে। এমনিতেই জিনিসপত্রের দাম বেশ চড়া। তার সঙ্গে চিকিৎসা, পরিবহনসহ খাদ্যবহির্ভূত খাতেও খরচ বেড়েছে। সব মিলিয়ে মূল্যস্ফীতির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে মানুষ


কমিউনিটি এর আরও খবর