img

অসুস্থ্য চারখাই ইউপি চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরীর আশু সুস্থতায় লন্ডনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত :  ১৮:০৫, ০২ ফেব্রুয়ারী ২০২৩

অসুস্থ্য চারখাই ইউপি চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরীর আশু সুস্থতায় লন্ডনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চারখাই থানা বাস্তবায়ন পরিষদ এর সভাপতি অসুস্থ্ হোসেন মুরাদ চৌধুরীর আশু-সুস্থতা কামনায় লন্ডনে এক দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

১লা ফেব্রুয়ারী বুধবার, চারখাই থানা বাস্তবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে পূর্ব লন্ডনে অবস্থিত লন্ডন বাংলা প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া পূর্ব এক আলোচনা সভা সংগঠনের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, সংগঠনের সহসভাপতি শাহাব উদ্দিন, ট্রেজারার আহাদ কবীর, সাংগঠনিক সম্পাদক আওলাদ চৌধুরী, ওয়াহিদ খাঁ রানা, জামিল আহমদ, মোহাম্মদ রানা, লন্ডন বাংলা প্রেসক্লাবের কার্য্যনির্বাহী সদস্য আহাদ চৌধুরী বাবু প্রমুখ।  

সভায় হোসেন মুরাদ চৌধুরীকে একজন তরুণ সমাজসেবী, জনদরদী ও সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে অগ্রণী ভূমিকা পালনকারী চেয়ারম্যান হিসেবে উল্লেখ করে, তাঁর দ্রুত সুস্থ্যতায় মহান আল্লাহ রাব্বুল আল-আমীনের কাছে দোয়া প্রার্থনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা কামাল উদ্দিন। 

সভায় চারখাই থানা বাস্তবায়নের প্রস্তাবিত এলাকার ইতিহাস, ঐতিহ্য সংস্কৃতি, মুক্তিযুদ্ধে অবদান, সর্বোপরি ১৯৪৭ সালে ভারত বিভাগ কালে জন সমর্থন আদায়ে চারখাই হয়ে বিয়ানীবাজার পরিভ্রমনে  স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর প্রচারণায় ধন্য পটভূমিসহ  ডকুমেন্টরী নির্মাণ, ম্যাগাজিন প্রকাশনা ও সংস্কৃতিক পরিমণ্ডলে আগামী মে মাসে লন্ডনে ‘চারখাই থানা বাস্থবায়ন মেলা’ আয়োজনের কথা তুলে ধরা হয়।সংবাদ বিজ্ঞপ্তি 

কমিউনিটি এর আরও খবর

img

এপ্রিলে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়ে ১০.২২ শতাংশ

প্রকাশিত :  ১২:৫১, ১৩ মে ২০২৪
সর্বশেষ আপডেট: ১২:৫৯, ১৩ মে ২০২৪

মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার সব চেষ্টার মধ্যেও গত এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৩৫ বেসিস পয়েন্ট বেড়ে এপ্রিলে দাঁড়িয়েছে ১০ দশমিক ২২ শতাংশে। এর আগের মাসে অর্থাৎ, মার্চে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৮৭ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি গত মার্চের তুলনায় এপ্রিলে সাত বেসিস পয়েন্ট কমে নয় দশমিক ৭৪ শতাংশ দাঁড়িয়েছে।

আজ সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। হালনাগাদের তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে, গত এপ্রিলে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ৩০ বেসিস পয়েন্ট কমে নয় দশমিক ৩৪ শতাংশে দাঁড়িয়েছে। মার্চে এটি ছিল নয় দশমিক ৬৪ শতাংশ।

এপ্রিল মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা কমেছে; গত মাসে এই হার ছিল ৯ দশমিক ৩৪ শতাংশ।

মার্চ মাসে যা ছিল ৯ দশমিক ৬৪ শতাংশ। এ দিকে গত এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৯ দশমিক ৭৪ শতাংশ হয়েছে; আগের মাসে এই হার ছিল ৯ দশমিক ৮১ শতাংশ।

উচ্চ মূল্যস্ফীতি এখন অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকেরা বলেন, মূল্যস্ফীতি এক ধরনের কর, যা ধনী-গরিব-নির্বিশেষে সবার চাপ বাড়ায়। আয় বৃদ্ধির তুলনায় মূল্যস্ফীতি বেশি বেড়ে গেলে গরিব ও মধ্যবিত্তের সংসার চালাতে ভোগান্তি বাড়ে। এমনিতেই জিনিসপত্রের দাম বেশ চড়া। তার সঙ্গে চিকিৎসা, পরিবহনসহ খাদ্যবহির্ভূত খাতেও খরচ বেড়েছে। সব মিলিয়ে মূল্যস্ফীতির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে মানুষ


কমিউনিটি এর আরও খবর