বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক সিনিয়র নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য মুফতি শহীদুল ইসলামের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক ও যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতি ছালেহ।
নেতৃদ্বয় এক বিবৃতিতে বলেন, "মরহুম মুফতি শহিদুল ইসলাম আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করে গেছেন। দেশ ও ইসলামের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলায় সাহসী ভূমিকা রেখেছেন। কওমী সনদের স্বীকৃতি আন্দোলন ও ইসলামী শিক্ষা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি মানব সেবায়ও উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার ইন্তেকালে জাতি একজন রাজনীতিবিদ ও সমাজ সেবককে হারিয়েছে। যা পূরন হওয়ার নয়।"
নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আল্লাহর দরবারে তাকে জান্নাতুল ফেরদাউস দানের দুআ করেন।
* The English translation feature on our website may not give an accurate reflection of the bengali article published on our website.
Leave Your Comments