বর্নাঢ্য ও জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ওবিসি এর বার্ষিক সাধারণ সভা ও সন্ধ্যা ভোজ গত ২৭ই জানুয়ারী ২০২৩ ইস্ট লন্ডনের সোনারগাঁও রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দীন মনজুর এর সভাপতিত্বে ও ইমতিয়াজ এন্ড কো. এর কর্ণধার বিশিষ্ট আইনজীবী ইমতিয়াজ হোসেন এর সঞ্চালনায় আদিল চৌধুরীর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
ওয়ান বিজনেস কর্পোরেশন (ওবিসি) হচ্ছে ৪৯ জন সদস্য নিয়ে গঠিত একটি ইনভেস্টমেন্ট ভেঞ্চার এবং এটি প্রতিষ্ঠিত হয় ২০২০ সালে। গতানুগতিক ধারনার বাইরে গিয়ে ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যাবসায়ীদের উৎসাহিত করার লক্ষ্য এবং একসাথে কাজ করার মানসিকতা পোষণের মাধ্যমে সমাজে বৃহৎ একটি ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠান গড়ে তোলাই এ প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য l প্রত্যেক শেয়ার হোল্ডার এবং দায়িত্বপ্রাপ্ত ডিরেক্টরদের স্বতস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে ব্যতিক্রমী সংস্থার যাত্রা শুরু হয়। এর মুল স্লোগান হচ্ছে " ওয়ার্ক টুগেদার বি পাইওনিয়ার"।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন বিশিষ্ট সমাজ সেবক ও কমিউনিটি ব্যাক্তিত্ব জনাব ডাঃ জিয়াউল হক, ব্যাংক অব চায়নায় কর্মরত সফল ব্যাংকার মোঃ জলিলুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক ও কমিউনিটি ব্যাক্তিত্ব, ডাঃ গিয়াস উদ্দিন, ব্যারিস্টার ও সলিসিটার জনাব মোঃ কামাল হোসেন এবং একাউন্টেন্ট জনাব নুরুল ইসলাম।
উপস্থিত অতিথিরা ব্যাতিক্রমী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরামর্শ ও পরবর্তী দিকনির্দেশনা দিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ওবিসি এর ডিরেক্টররা তাদের মূল্যবান বক্তব্য রাখেন।
ওয়ান বিজনেস কর্পোরেশন (ওবিসি) এর সম্মানিত ডিরেক্টর জনাব কায়সার ফাজলে মানসুর খান ওবিসি এর লক্ষ্য ও উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটির তৃতীয় ধাপে প্রশ্ন ও উত্তর পর্বে উপস্থিত সদস্যদের প্রশ্নের উত্তর প্রদান করেন সম্মানিত ডিরেক্টর, আইনজীবী জনাব মোঃ ইমতিয়াজ হোসেন ও ইউবি সল্যুশন এর কর্ণধার জনাব মোহাম্মদ ওমর ফারুকl
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট আইনজীবী মোঃ এনাম আসগর, এডিসন এন্ড খান এ কর্মরত বিশিষ্ট আইনজীবী শরিফুল ইসলাম পলাশ, আইনজীবী শাহ নেওয়াজ, ব্যারিস্টার আকবর বিন সিদ্দিক, বিশিষ্ট ব্যবসায়ী আদিল চৌধুরী, রাজনৈতিক ব্যাক্তিত্ব জিয়াউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান, আইনজীবী কেফায়েত উল্লাহ সরকার কাইফ, একাউন্টেন্ট কামরুল ইসলাম নাহিদ, কামরুল হাসান, সহিদউল ইসলাম, টিম ম্যানেজার মহিউদ্দীন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ওসমান গনি, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান লস্কর, মুনির, কমিউনিটি ব্যক্তিত্ব মুরাদ মাহমুদ, মুস্তফা সরোয়ার, নাজমুস সাকিব ফরায়েজী, একাউনটেন্ট সহিদুল্লাহ সহ আরো অনেকেl
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নৈশ ভোজের মাধ্যমে এর সমাপ্তি ঘোষণা করা হয় !
* The English translation feature on our website may not give an accurate reflection of the bengali article published on our website.
Leave Your Comments