প্রকাশিত :  ১৮:৪৯, ০২ ফেব্রুয়ারী ২০২৩

জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান মরহুম আকমল হোসেন স্মরনে লন্ডনে মিলাদ মাহফিল

জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান মরহুম আকমল হোসেন স্মরনে লন্ডনে মিলাদ মাহফিল

যূক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার  শ্রীরামসি গ্রামবাসীর উদ্দোগে, সদ্য প্রয়াত গ্রামের কৃতি সন্তান, সাবেক দূই বারের মিরপুর ইউনিয়ন চেয়ারম্যান, ও বর্তমানে দ্বিতীয় বারের নির্বাচিত জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান এবং জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আকমল হোসেন এবং গ্রামের প্রয়াত ব্যক্তিবর্গের আত্মার মাগফেরাত কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল ২৯শে জানুয়ারি ব্রিকলেন জামে মসজিদে অনুস্টিত হয়।

উক্ত মাহফিলে শুরুতে ডক্টর মোহাম্মদ আব্দুল হান্নানের স্বাগত বক্তব্যে আকমল হোসেনের বর্ণাড্ব জীবনের ভিবিন্ন দিক তুলে ধরেন এবং  প্রবাসে ও দেশে প্রয়াত ব্যক্তিবগের্র আত্মার মাগফেরাত কামনা করে, সবার প্রতি মরহুমদের দোয়ার আবেদন করে বক্তব্য শেষ করেন। 

উক্ত মাহফিলে স্থানীয় মুসল্লি, আত্বীয় স্বজন, কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ ছাড়া, আরও  উপস্থিত ছিলেন, কমিউনিটি নেতা কাজি আসাদূর রহমান, সাবেক মেয়র মোহাম্মদ হারুন মিয়া, সাবেক মেয়র আকিকূর রহমান, মামুন রশিদ এম বি ই, লয়লূছ মিয়া, আব্দুল হামিদ চৌধুরী, কাউন্সিলার আতিকুল হক, দরছ মিয়া, আমির হোসেন, ছানূ মিয়া, মোহাম্মদ আঙ্গুর আলীসহ অনেকে। পরিশেষে কারী সাজ্জাদ মিয়া সকল মরহুমদের আত্মার মাগফেরাত ও মুসলিম উম্মাদের শান্তি কামনা করে  মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়।





Leave Your Comments


কমিউনিটি এর আরও খবর