প্রকাশিত :  ১৮:৫০, ০২ ফেব্রুয়ারী ২০২৩

লন্ডনে বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমানকে সংবর্ধনা প্রদান

লন্ডনে বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমানকে সংবর্ধনা প্রদান

যুক্তরাজ্য সফররত সিলেটের বিশ্বনাথের পৌর মেয়র মুহিবুর রহমান বলেছেন, বিশ্বনাথের উন্নয়নে প্রধান অন্তরায় রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য। তবে এই দেয়াল ভেঙ্গে দিয়েছেন পৌরবাসী। সকল দলের মানুষ তাকে ভোট দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, বিশ্বনাথে শিক্ষার বিস্তারে, বিশেষ করে নারী শিক্ষার উন্নয়নে তিনি কাজ করবেন। বিশ্বনাথের বাসিয়া নদী দখলমুক্ত করা এবং দুর্নীতির বিরুদ্ধে কাজ করারও প্রতিশ্রুতি দিয়েছেন মেয়র মুহিবুর রহমান। 

২৩ জানুয়ারী সোমবার পূর্ব লন্ডনের ইমপ্রেশন হলে সংবর্ধনা দেয়া হয় নব নির্বাচিত বিশ্বনাথ পৌর মেয়র সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমানকে। যুক্তরাজ্য প্রবাসী বিশ্বনাথবাসীর ব্যানারে আয়োজিত সংবর্ধনা সভায় মেয়র মুহিবুর রহমান বলেন, বিশ্বনাথের মানুষ দীর্ঘদিন পর অনৈক্যের দেয়াল ভেঙ্গে দিয়েছেন। নিজেকে সকল দলের ও মতের মেয়র হিসাবে তুলে ধরেন তিনি । 

অতীতের মত শিক্ষার বিস্তারে তিনি কাজ করতে চান উল্লেখ করে বলেন, বিশ্বনাথে ছেলেরা শিক্ষায় এগিয়ে গেলেও মেয়েরা পিছিয়ে। তাই বিশ্বানাথে মহিলা ডিগ্রী কলেজ ও হাইস্কুল করতে চান তিনি। এজন্য প্রবাসীদের সহযোগিতা কামনা করেন তিনি। সভায় তিনি বলেন, বিশ্বনাথ পৌরবাসীর প্রধান দাবি, বাসিয়া নদী দখলমুক্ত করতে উদ্যোগ গ্রহন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। 


প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ পৌর এলাকার প্রবাসীদের স্বার্থ রক্ষা করবেন বলে আশাবাদী প্রবাসীরা। কমিউনিটি নেতা মনির উদ্দিন বশিরের সভাপতিত্বে সভা যৌথভাবে পরিচালনা করেন ব্যবসায়ী মনির আহমদ, প্রভাষক ফরিদ উদ্দিন ও মিজানুর রহমান। সভায় বক্তব্য রাখেন  টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার শাফি আহমেদ, কমিউনিটি নেতা আলহাজ্ব রইছ আলী, আলহাজ্ব খলিলুর রহমান, কাউন্সিলার সিরাজুল ইসলাম, ব্যারিস্টার আহমেদ এ মালিক, মির্জা আসছাব বেগ, সাজ্জাদুর রহমান, ফারুক মিয়া, মবশ্বির আলী, নজরুল ইসলাম, আব্দুস সুবহান, হামদু মিয়া, হেলাল মিয়া, নজরুজ্জামান নুরু, মহব্বত শেখ, হান্নান মিয়া, হেলাল আহমদ, তফজ্জুল আলম, মজাহিদ আলী লিটন, আব্দুল গফুর, হাবিবুর রহমান, মনসুর আলী, মোহাম্মদ আলী, আব্দুল মজিদ, শামস উদ্দিন শামস, সাজিদুর রহমান, সাবেক স্পীকার আহবাব হোসেন সাবেক কাউন্সিলার শাহ সোহেল আমিন প্রমুখ। 





Leave Your Comments


কমিউনিটি এর আরও খবর