প্রকাশিত :  ১২:০৩, ০৩ ফেব্রুয়ারী ২০২৩

টাঙ্গাইলে স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতার ৩৬৩তম আসর

টাঙ্গাইলে স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতার ৩৬৩তম আসর

টাঙ্গাইল সাহিত্য সংসদের ৩৬৩তম আসরের পুরস্কার প্রদান এবং স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা বৃহস্পতিবার(২ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল সাহিত্য সংসদের উদ্যোগে ও বুরো বাংলাদেশের সহযোগিতায় সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও টাঙ্গাইল সাহিত্য সংসদের উপদেষ্টা কবি জাকিয়া পারভিন।

অনুষ্ঠান পরিচালনা করেন টাঙ্গাইল সাহিত্য সংসদের সভাপতি কবি মাহমুদ কামাল। অনুষ্ঠানে চারজন কবি-সাহিত্যিককে টাঙ্গাইল সাহিত্য সংসদ পুরস্কার ও অন্য চারজন কবি-সাহিত্যিককে অরণি পুরস্কার প্রদান করা হয়।




Leave Your Comments


শিল্প-সংস্কৃতি এর আরও খবর