img

হাফ–টার্মে পুরো পরিবারের জন্য টাওয়ার হ্যামলেটসের পার্ক ও স্পোর্টস টিমগুলোর নানা আয়োজন

প্রকাশিত :  ০৮:২৬, ১২ ফেব্রুয়ারী ২০২৩

হাফ–টার্মে পুরো পরিবারের জন্য  টাওয়ার হ্যামলেটসের পার্ক ও স্পোর্টস টিমগুলোর  নানা আয়োজন

হাফ–টার্মের ছুটির দিনগুলো পরিবারের সকলের জন্য আনন্দময় করে তুলতে টাওয়ার হ্যামলেটসের পার্ক ও স্পোর্টস টিমগুলো ১৩ থেকে ১৮ ফেব্রুয়ারি বিভিন্ন ধরনের আকর্ষনীয় এক্টিভিটিজ বা কর্মসূচির আয়োজন করেছে।

ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ১৩ ফেব্রুয়ারি জনপ্রিয় ভিক্টোরিয়া পার্কে ভ্যালেন্টাইনস শিল্প ও কারুশিল্প, ১৪ ফেব্রুয়ারি প্রস্পেক্ট পার্কে কমিউনিটি বাল্ব পেইন্টিং এবং ১৫ ফেব্রুয়ারি বেথনাল গ্রিন গার্ডেনে শারীরিক নানা এক্টিভিটি, বরফের ওপর স্কেটিং, গেমস্, ফেস পেইন্টিং, আর্টস এন্ড ক্রাফটসহ অনেক ধরনের আয়োজন। কর্মসূচির বিস্তারিত তথ্য কাউন্সিলের ওয়েবসাইটের ইভেন্ট সেকশনে পাওয়া যাবে।



কমিউনিটি এর আরও খবর

img

এপ্রিলে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়ে ১০.২২ শতাংশ

প্রকাশিত :  ১২:৫১, ১৩ মে ২০২৪
সর্বশেষ আপডেট: ১২:৫৯, ১৩ মে ২০২৪

মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার সব চেষ্টার মধ্যেও গত এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৩৫ বেসিস পয়েন্ট বেড়ে এপ্রিলে দাঁড়িয়েছে ১০ দশমিক ২২ শতাংশে। এর আগের মাসে অর্থাৎ, মার্চে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৮৭ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি গত মার্চের তুলনায় এপ্রিলে সাত বেসিস পয়েন্ট কমে নয় দশমিক ৭৪ শতাংশ দাঁড়িয়েছে।

আজ সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। হালনাগাদের তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে, গত এপ্রিলে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ৩০ বেসিস পয়েন্ট কমে নয় দশমিক ৩৪ শতাংশে দাঁড়িয়েছে। মার্চে এটি ছিল নয় দশমিক ৬৪ শতাংশ।

এপ্রিল মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা কমেছে; গত মাসে এই হার ছিল ৯ দশমিক ৩৪ শতাংশ।

মার্চ মাসে যা ছিল ৯ দশমিক ৬৪ শতাংশ। এ দিকে গত এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৯ দশমিক ৭৪ শতাংশ হয়েছে; আগের মাসে এই হার ছিল ৯ দশমিক ৮১ শতাংশ।

উচ্চ মূল্যস্ফীতি এখন অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকেরা বলেন, মূল্যস্ফীতি এক ধরনের কর, যা ধনী-গরিব-নির্বিশেষে সবার চাপ বাড়ায়। আয় বৃদ্ধির তুলনায় মূল্যস্ফীতি বেশি বেড়ে গেলে গরিব ও মধ্যবিত্তের সংসার চালাতে ভোগান্তি বাড়ে। এমনিতেই জিনিসপত্রের দাম বেশ চড়া। তার সঙ্গে চিকিৎসা, পরিবহনসহ খাদ্যবহির্ভূত খাতেও খরচ বেড়েছে। সব মিলিয়ে মূল্যস্ফীতির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে মানুষ


কমিউনিটি এর আরও খবর