img

হাসপাতালে ভর্তি অভিনেত্রী শিবাঙ্গি জোশি

প্রকাশিত :  ১৮:০১, ১৬ মার্চ ২০২৩
সর্বশেষ আপডেট: ১৯:৫৫, ১৬ মার্চ ২০২৩

হাসপাতালে ভর্তি অভিনেত্রী শিবাঙ্গি জোশি

বিনোদন ডেস্ক: গুরুতর অসুস্থ ‘ইয়ে রিস্তা ক্যায়া কেহলাতা হ্যায়’ খ্যাত অভিনেত্রী শিবাঙ্গি জোশি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে সেই খবর ভাগ করে নিয়েছেন তারকা। জানা গেছে, কিডনিজনিত সমস্যা রয়েছে তার।

এদিন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘বন্ধুরা, আমার কিডনিতে সংক্রমণ হয়েছে। কিছু দিন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়ার পর বর্তমানে ভালো আছি। তোমাদের আশীর্বাদ, ভালোবাসার জোরেই সবটা সম্ভব হয়েছে। তোমরা তোমাদের শরীরের খেয়াল রেখো, সর্বদা হাইড্রেট থেকো।’

ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন শিবাঙ্গি। চলছে স্যালাইন। মুহূর্তেই ভাইরাল অভিনেত্রীর সেই পোস্ট। লাইক, শেয়ারের সংখ্যা আকাশছোঁয়া। কমেন্টে অভিনেত্রীর সুস্থতা কামনা করেছেন তার ভক্তরা।

ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ শিবাঙ্গি। ২০১৩ সালে ‘খেলতি হ্যায় জিন্দেগি আঁখ মিছোলি’ দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন। ২০১৬ সালে ‘ইয়ে রিস্তা ক্যায়া কেহলাতা হ্যায়’ তে ‘নায়রা’ চরিত্রে বিপুল জনপ্রিয়তা পান। তারপর থেকে নিয়মিত হিন্দি সিরিয়ালে কাজ করেছেন তিনি।

গত বছর রোহিত শেঠির অ্যাডভেঞ্চার রিয়েলিটি শো ‘খাতরো কে খিলাড়ি’ (সিজন ১২)-তে অংশ নিয়েছিলেন শিবাঙ্গি জোশি।

img

কেন অভিনয় থেকে দুরে রচনা, জানালেন কারণ

প্রকাশিত :  ০৫:১৭, ১৪ মে ২০২৪
সর্বশেষ আপডেট: ০৫:২০, ১৪ মে ২০২৪

বলিউড থেকে টালিউডে একের পর এক ছবি দর্শকদের উপহার দিয়েছেন টালিউড অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় ।  তবে কেন যেন সেই রচনা আর অভিনয়ে ফিরছেন না। ভালো ছবি নেই? নাকি অন্য কোনো কারণ? এ নিয়ে একাধিকবার মুখ খুললেও রচনা বন্দ্যোপাধ্যায় এবার দিদি নম্বর ওয়ান সেটে স্পষ্ট করে জানিয়ে দিলেন তিনি মোটেও কাজের অপেক্ষায় নেই, বরং নিজেই পর্দা থেকে দূরে সরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

কারণও স্পষ্ট করলেন অভিনেত্রী। দিদি নম্বর ওয়ান মঞ্চে এক প্রতিযোগীকে জানিয়ে দিলেন, তিনি ইচ্ছে করেই করেন না। কারণ সব কিছুর একটা সীমা থাকে। চাহিদার ক্ষেত্রেও তাই। নয়তো চাহিদাও শেষ হবে না, পাওয়াও শেষ হবে না।

জীবনটাকে উপভোগ করাও প্রয়োজন বলে মনে করেন রচনা। কারণ সব তো থেকেই যাবে। সব ফেলে একদিন চলে যেতে হবে। তাই তিনি পছন্দ করেন সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পাল্টে ফেলতে। এখন তিনি পরিবারকে সময় দিতে চান। সময় করে একটু ঘুরে দেখতে চান, নিজের মতো করে সময় কাটাতে চান। কাজ বন্ধ করে নয়, তবে যে টুকু কাজ না করলেই নয়, সে টুকু কাজ তিনি করে যাবেন।

এক সাক্ষাৎকারে সম্পর্ক নিয়েও মুখ খুলতে দেখা যায় তাকে। রচনা সে দিন বলেছিলেন, যারা আমরা এই পেশায় (অভিনয়) কাজ করি, বিশেষ করে মেয়েরা, তাদের এমন কাউকে বিয়ে করা উচিত, যারা পেশাটাকে বুঝবে। যদি এই পেশার মানুষ হন, খুবই ভালো। নয়তো সেই বোধটা থাকা প্রয়োজন। তেমন মানুষের সঙ্গেই সংসারটা করা উচিত। কারণ আমাদের পেশাটা এতটা আলাদা অন্যদের থেকে, সেটা বোঝা, জানা, সেই মানুষটাকেও অনেক ক্ষেত্রে অনেকটা মানিয়ে নিতে হয়। নয়তো সংসার সুখী হওয়া খুব মুশকিল।