`গুলাম` এর এই অপ্রাপ্তি এখনও ভুলতে পারি না: রানি

প্রকাশিত :  ০৫:৩০, ১৮ মার্চ ২০২৩

`গুলাম` এর এই অপ্রাপ্তি এখনও ভুলতে পারি না: রানি

জনমত ডেস্ক: ৯০ এর দশকের রানি মুখোপাধ্য়ায় ও আমির খান জুটির অন্য়তম হিট ছবি \'গুলাম\'। বক্সঅফিসেও এই ছবি সুপারডুপার হিট। দর্শকের মনে আলাদা করে জায়গা তৈরি করে নিতে সক্ষম হয়েছিল \'গুলাম\'। এই ছবির গান ‘আতি কেয়া খান্দালা’ গান আজও মানুষের প্রিয়। তবে এত বছর আগের এই ছবি নিয়ে এখনও রানির মনে কিছু খেদ রয়ে গেছে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে আদিত্য় চোপড়া ঘরণী জানান, \'গুলাম\'-এ আমার আত্মা ছিল না, কারণ এই ছবিতে আমার কণ্ঠ ডাব করা হয়েছিল। আমার কেরিয়ারে এটাই একমাত্র ছবি যেখানে এমনটা করা হয়েছে। এটা খুব ব্য়াপার না হলেও আমি এই ঘটনায় খুব আঘাত পেয়েছিলাম।\'

প্রসঙ্গত, \'গুলাম\' ছবিটিতে রানি মুখোপাধ্য়ায় কণ্ঠ ডাব করেছিলেন ডাবিং শিল্পী মোনা শেঠি।

অন্য়দিকে, আগামীকালই মুক্তি পাচ্ছে রানি মুখোপাধ্য়ায়ের ছবি \'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে\'। এক প্রবাসী বাঙালি বাবা-মা আর তাদের সন্তানদের জীবনযাপনের প্রেক্ষাপটেই গল্পের বুনন। রানি ছাড়া এই ছবির মুখ্য় চরিত্র অভিনয় করেছেন বাংলার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।

ট্রেলারে গল্পের যতটা ইঙ্গিত পাওয়া গেছিল , তা হল, স্বামীর চাকরি সূত্রে পরিবারকে পারি দিতে হয়েছে সুদূর নরওয়েতে। সেখানেই একজন মা নিজের সন্তানদের রক্ষার্থে কীভাবে গোটা দেশের সঙ্গে লড়াই চালানোর ক্ষমতা রাখেন সেই গল্প নিয়েই তৈরি হয়েছে এই ছবি। এর আগে ছবির একটি স্টিল ফোটো শেয়ার করেছিল জি স্টুডিও। এর পর মুক্তি পায় ছবির পোস্টার। তারপর ট্রেলার। সোশাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছিল ট্রেলারটি।  

সূত্র: এবিপি আনন্দ

চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী!

প্রকাশিত :  ০৪:৩৮, ২৮ মার্চ ২০২৪

চুপিসারে বিয়ে সারলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। ঢাকঢোল তো দূরের কথা, ‘ডানকি’ নায়িকা তাপসী পান্নুর বিয়ের খবর যেন জানল না কাকপক্ষীও। দুই দিন আগেই নাকি এক দশকের পুরোনো প্রেমিক ম্যাথিয়াস বোয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন নায়িকা। শোনা যাচ্ছে, ‘রং দে বসন্তী’ অভিনেতা সিদ্ধার্থের সঙ্গে সাত পাক ঘুরেছেন অদিতি রাও হায়দরি। 

তেলেঙ্গনার রঙ্গনয়কস্বামী মন্দিরেই বিয়ে সেরেছেন যুগল। তবে তাদের যে পুরোহিত বিয়ে দিয়েছেন তাকে নিয়ে আসা হয় তামিলনাড়ু থেকে। যদিও অদিতি বা সিদ্ধার্থ, কেউই বিয়ে নিয়ে এখনও মুখ খোলেননি। 

সিদ্ধার্থ ও অদিতি, দু’জনেরই এটা দ্বিতীয় বিয়ে। ২০০৩ সালে ছোটবেলার বান্ধবী মেঘনাকে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ। দীর্ঘস্থায়ী হয়নি সেই বিয়ে। তিন বছরের মধ্যেই ভাঙে বিয়ে। ২০০৭ সালে আইনত বিবাহবিচ্ছেদ হয় সিদ্ধার্থের। অদিতির গল্পটাও খানিক এক রকমের। মাত্র ২১ বছরেই উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা সত্যদীপ মিশ্রের সঙ্গে বিয়ে হয় অদিতির। তবে চার বছর পর সংসার ভাঙে নায়িকার। ২০১৩ সালে আলাদা হন দু’জনে। তার প্রায় ১১ বছর পর ফের বিয়ের পিঁড়িতে অদিতি।

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী সিনেমা ‘মহা সমুদ্রম’-এর সেটে আলাপ অদিতি ও সিদ্ধার্থের। সিনেমার সেট থেকেই তাদের বন্ধুত্ব, তারপর প্রেম। সোশ্যাল সাইটে ছবি ও ভিডিও পোস্ট করলেও নিজেদের সম্পর্কের সমীকরণ নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি দু’জনের কেউই।  

অদিতির জন্মদিনে অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন সিদ্ধার্থ। সেই পোস্টে অদিতিকে ‘প্রিন্সেস অফ হার্ট’ বলেও সম্বোধন করেন তিনি। মায়ানগরীতে ডেটেও যেতে দেখা গিয়েছে চর্চিত যুগলকে। রেস্তোরাঁ থেকে বেরিয়ে আলোকচিত্রীদের ক্যামেরায় বহু বার ধরা পড়েন অদিতি ও সিদ্ধার্থ। জনসমক্ষে প্রেমের ইস্তেহার না দিলেও ক্যামেরা দেখে লুকিয়ে পড়েননি কখনওই। তবে বিয়েটা হঠাৎ এমন চুপিসারে সারলেন কেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।