img

২৩ ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা আরোপ

প্রকাশিত :  ০৯:২৩, ১৯ মার্চ ২০২৩
সর্বশেষ আপডেট: ০৯:৫৩, ১৯ মার্চ ২০২৩

২৩ ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা আরোপ

জনমত ডেস্ক: যুক্তরাজ্যের ২৩ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনীকে যেসব ব্রিটিশ সেনা কর্মকর্তা সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো।

নিষেধাজ্ঞা আরোপ করা ব্রিটিশ নাগরিকরা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। খবর আনাদোলুর।

এসব সেনা কর্মকর্তার মধ্যে ব্রিটিশ জিঙ্ক নেটওয়ার্ক করপোরেশনের শীর্ষ কর্মকর্তাও রয়েছেন।

যুক্তরাজ্য এর আরও খবর

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে শিশুসহ নিহত ৫ | JANOMOT | জনমত

img

ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

প্রকাশিত :  ১২:১৪, ০৯ মে ২০২৪
সর্বশেষ আপডেট: ১২:৪৬, ০৯ মে ২০২৪

যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান মেরি ট্রেভেলিয়ান এমপির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার বিকালে ঢাকাস্থ যুক্তরাজ্যের হাইকমিশনার বাসভবনে এ বৈঠক হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে এ কথা জানান। 

শায়রুল কবির খান জানান, বৈঠকে যুক্তরাজ্য হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ, বিএনপির মানবাধিকার সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য আসাদুজ্জামান আসাদসহ হাইকমিশনের রাজনৈতিক বিভাগের দুজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।