প্রকাশিত :  ১৬:২৩, ২৬ মার্চ ২০২৩

বাংলাদেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে পুতিনের বার্তা

বাংলাদেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে পুতিনের বার্তা

জনমত ডেস্ক: বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়েছেন রুশ ফেডারেশনের রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে দেওয়া বার্তায় দেশের মানুষের শান্তি ও মঙ্গল কামনা করেছেন পুতিন। সেইসঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্কের উন্নয়নে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর গুরুত্ব দেন।

শুভেচ্ছা বার্তায় পুতিন বলেন, ‘দয়া করে বাংলাদেশের জাতীয় ছুটির দিন- স্বাধীনতা দিবসে আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। আমাদের দু'দেশের সম্পর্ক বন্ধুত্ব এবং পারস্পরিক শ্রদ্ধার ভালো ঐতিহ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমাদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা, উন্নয়নসহ দুই দেশের জনগণের স্বার্থে সঙ্গতিপূর্ণ দ্বি-পাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

পুতিন বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করেন।




Leave Your Comments


জাতীয় এর আরও খবর