প্রকাশিত :  ০৯:৪৮, ২৭ মার্চ ২০২৩

বানিয়াচংয়ে জানাজা শেষে ফেরার পথে সড়কে প্রাণ গেল দুই ভাইয়ের

বানিয়াচংয়ে জানাজা শেষে ফেরার পথে সড়কে প্রাণ গেল দুই ভাইয়ের

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জানাজা শেষে ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশা-ট্রাক্টর সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও ৩ জন।

আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের ভাটিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার ছিলাপাঞ্জা গ্রামের কালাই উল্লাহর ছেলে আব্দুল মঈন (৬০) ও তাজউদ্দিন (৩৫)।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, শাশুড়ির জানাজায় যোগ দিতে দুপুরে বাড়ি থেকে বের হন আব্দুল মঈন ও তার পরিবারের আরও ৪ সদস্য। জানাজা শেষে সন্ধ্যায় তারা সিএনজিচালিত অটোরিকশা বাড়ি ফিরছিলেন। অটোরিকশাটি ভাটিপড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই মারা যান। আহত ৩ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।




Leave Your Comments


সিলেটের খবর এর আরও খবর