প্রকাশিত : ১১:৪৮, ২৭ মার্চ ২০২৩
বিশ্বনাথ উপজেলার বিভিন্ন স্থানে প্রতিবারের ন্যায় এবার পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বিশ্বনাথ এইড ইউ.কের পক্ষ থেকে রোজাদারদের জন্য মাসব্যাপী বিনামূল্যে ৩ হাজার ইফতার প্যাকেট ও ৩ হাজার মিনারেল ওয়াটার বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ও রেসকিউ লাইফ ফাউন্ডেশন,বিশ্বনাথ এর সার্বিক সহযোগিতায় ২৬শে মার্চ রবিবার ৩য় রমজান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ,বিশ্বনাথ এইড ইউ.কের লাইফ মেম্বার ও বিশ্বনাথ পৌরসভার ২নং ওয়ার্ডের রাজনগর গ্রামের কৃতিসন্তান গোলজার খান এর সৌজন্যে বিশ্বনাথ পৌরশহরের ২নং ওয়ার্ডের বিশ্বনাথ রামপাশা রোডে প্রবাসীদের সম্মানে নির্মিত দেশে প্রথম ”প্রবাসী চত্বর” এর পাশে ১০০ জন রোজাদার, শ্রমজীবী মানুষ ও ছিন্নমুল পথ শিশুদেরদের মধ্যে ১০০ প্যাকেট ইফতার ও ১০০ বোতল মিনারেল ওয়াটার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ এইড ইউ.কের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য আব্দুল বাছিত রফি। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল বাছিত রফি বলেন, সুদূর যুক্তরাজ্য দীর্ঘ প্রায় ১৫ বছর পূর্বে বিশ্বনাথের একঝাঁক তরুণদের মাধ্যমে প্রতিষ্ঠিত বিশ্বনাথ এইড ইউ.কে বিশ্বনাথের মানুষের জন্য ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এর ধারাবাহিকতা রক্ষা করা হবে। তিনি তার বক্তব্যে এই মহতি কাজ বাস্তবায়নে প্রবাসী বিশ্বনাথীরা সর্বদা পাশে থাকায় এবং বিশ্বনাথ প্রেসক্লাব সফলভাবে সকল অনুষ্ঠান বাস্তবায়ন করায় তাঁদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান । বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, কাজী মোঃ জামাল উদ্দিন, বর্তমান সাধারন সম্পাদক এমদাদুর রহমান মিলাদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ এইড ইউ.কের লাইফ মেম্বার মুহাম্মদ সোলেমান আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মাওলানা শহীদুর রহমান, বর্তমান সদস্য নুর উদ্দিন , সংগঠক তাজুল ইসলাম, সাংবাদিক সমুজ আহমদ সায়মন, ক্যামেরাম্যান আফজাল হোসেন, রেসকিউ লাইফ ফাউন্ডেশন সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মাহি আহমদ, বাপ্পি মালাকার, ইফতেখার হোসেন লিমন, সহ অর্থ সম্পাদক ইয়াছিন আরাফাত, রক্ত বিষয়ক সম্পাদক সাগর আলী,সহ প্রচার সম্পাদক অমিত কুমার পাল, বিপন কান্ত দেব,সদস্য জাকির আহমদ।
এদিকে প্রতিবারের ন্যায় বিশ্বনাথ এইড ইউকে এবারও ইফতার বিতরণ কর্মসূচীতে সাড়া দিয়ে বিশ্বনাথ এইড এর যে সকল লাইফ মেম্বার এ মহতি আয়োজনে শরিক হলেন, তারা হলেন ১. জনাব আব্দুল হামিদ শিকদার,ইলিমপুর। ২. জনাব মানিক মিয়া, ভোগশাইল। ৩. জনাব ইমরান খান দশপাইকা ৪. জনাব ডঃ মুজিবুর রহমান,রামপাশা। ৫. জনাব আজম খান,মাইজগ্রাম। ৬. জনাব মোহাম্মদ মহব্বত শেখ দশপাইকা। ৭. জনাব গোলজার খান,রাজনগর। ৮. জনাব এম.এ.মজনু, সরুয়ালা। ৯. জনাব মকরম আলী আফরোজ,শিমুলতলা। ১০. জনাব আব্দুল সোপান ফারুক,ইলামেরগাঁও। ১১. জনাব কদর উদ্দিন, দৌলতপুর। ১২. জনাব আব্দুল মালিক,গোয়ালগাঁও। ১৩. জনাব সফিউর রহমান খান জামিল,জাহারগাঁও। ১৪. জনাব সেবুল মিয়া,জানাইয়া। ১৫. জনাব মদরিছ আলী (মফজ্জুল ), হরিকলস। ১৬. জনাব মোহাম্মদ ফারুক মিয়া,বৈদ্যকাপন। ১৭. জনাব হাছিন-উজ-জামান,গোয়াহরী, ১৮. জনাব মুহিত মিয়া(সুফিয়ান),দশঘর।
এছাড়া বিশ্বনাথ এইড ইউ. কের সভাপতি ১৯. আব্দূর রহিম রন্জু, সাবেক সভাপতি ২০. জনাব খালেদ খান, ২১. জনাব মিছবাহ উদ্দিন, বর্তমান সহ সভাপতি,২২. মোহাম্মদ আয়াছ মিয়া, বর্তমান সাধারন সম্পাদক ২৩. জনাব জাকির হোসেন কয়েছ, সাবেক সাধারণ সম্পাদক ২৪. জনাব আব্দুল বাছিত রফি, বর্তমান সহকারী সাধারণ সম্পাদক ২৫. জনাব সাবির উদ্দিন, বর্তমান কোষাধ্যক্ষ ২৬. জনাব মোহাঃ বখতিয়ার খান, ট্রাষ্টী ২৭. জনাব আবুল কালাম, ২৮. জনাব শামছুল আলম মেহেদী ও ২৯. জনাব আবুল হোসেন মামুন।