প্রকাশিত :  ১৭:১০, ২৭ মার্চ ২০২৩
সর্বশেষ আপডেট: ১৭:১৩, ২৭ মার্চ ২০২৩

ব্যতিক্রমী আয়োজনে `মা' দিবস উদযাপন করলো সপ্তসুর মিউজিক স্কুল

ব্যতিক্রমী আয়োজনে `মা' দিবস উদযাপন করলো সপ্তসুর মিউজিক স্কুল

মা শব্দটির সাথে জড়িয়ে আছে অসীম এক মায়াবী ভালোবাসা, এই ভালোবাসার উৎস যেই মানুষটি , তার কোমল আচলের তলে আমাদের আশ্রয়। সেই আঁচল দুঃখের দিনে আমাদের সুখের আচ্ছাদন ও আমাদের জীবন তরীর পাল। 

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে সপ্তসুর মিউজিক স্কুল আয়োজন করে এক বিশেষ অনুষ্ঠানের। 

এবছর বিলেতে মায়ের জন্য উৎসর্গিত দিনটি ছিল ১৯ মার্চ রবিবার। বিশেষ এই দিনটি উপলক্ষে এ বছর বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করেছিল সংগীত শিক্ষালয় সপ্তসুর মিউজিক স্কুল। 


দক্ষিণ লন্ডনের ডার্টফোর্ড  এলাকার উইলমিংটন মেমোরিয়াল হলে আয়োজিত হয় এই অনুষ্ঠান। স্কুলের শিক্ষার্থীরা অনুষ্ঠানে "আমি আমার মাকে ভালোবাসি" এই শিরোনামে নিজ নিজ মায়ের প্রতি ভালোবাসা জানিয়ে গল্প লেখে। পরে অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে তারা এই ভালোবাসার গল্প পড়ে শোনায় মাকে সহ উপস্থিত সবাইকে। পাশে দাঁড়িয়ে মায়েরা সজল চোখে সেসব গল্প শুনে আবেগে আপ্লুত হয়ে পড়েন। বুকে জড়িয়ে ধরেন সন্তানদের। 

এরপর মা ও সন্তানসহ উপস্থিত সকলকে নিয়ে কেক কাটা হয়। ব্যতিক্রমী এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডার্টফোর্ড বরা কাউন্সিলের লিডার জেরিমি কাইট, বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর রোজানা কারেন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব উর্মি মাজহার, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর ফারজানা হুসাইন নীলা এবং ইম্পেরিয়াল কলেজের ক্লিনিক্যাল লেকচারার ডাক্তার মঞ্জুর শওকত। 

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন সপ্তসুর মিউজিক স্কুলের প্রতিষ্ঠাতা, শিক্ষিকা, সাংবাদিক রুপি আমিন‌। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সপ্তসুর মিউজিক স্কুলের নৃত্যের শিক্ষিকা নিপা চৌধুরী, সায়মা হোসেন, ও রিনা জামান। এতে নৃত্য পরিবেশন করে প্রিয়ন্তি, সংগীত পরিবেশন করে মঞ্জুর পারভেজ এবং মিউজিকে সহযোগিতা করেন বিশিষ্ট কীবোর্ড প্লেয়ার তন্ময়। 

অনুষ্ঠানটির শুরুতে এ উপলক্ষে স্যাশে ও রাধুনীর পক্ষ থেকে দেয়া উপহার সামগ্রী অতিথিরা মায়েদের হাতে তুলে দেন। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসলনিমের পাঠানো শুভেচ্ছা বাণী অনুষ্ঠানে পড়ে শোনান ডাক্তার মঞ্জুর শওকত। সবশেষে শিক্ষার্থীদের বাবাদের পরিবেশনায় অনুষ্ঠানে উপস্থিত সকলকে আপ্যায়ন করা হয় দুপুরের খাবার।