প্রকাশিত :  ১৫:৪০, ২৪ মে ২০২৩

বিয়ে করলেন সংগীতশিল্পী ইমরান

বিয়ে করলেন সংগীতশিল্পী ইমরান

বিনোদন ডেস্ক: বিয়ে করলেন কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। আজ (২৪ মে) মেহের আয়াত জেরিনের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের খবর নিশ্চিত করে ইমরান বলেন, পারিবারিকভাবে, ঘরোয়া পরিবেশেই আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

ইমরানের বড় বোন ও দুলাভাইয়ের নভেম্বরে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা রয়েছে। এরপর সবাইকে নিয়ে বড় পরিসরে বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে বলেও জানান এই কণ্ঠশিল্পী।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের কথা জানিয়ে ইমরান লিখেছেন, ‘বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে ২৪ মে আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের  জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম। পারিবারিক ভাবেই  আমাদের এই বিয়ের আয়োজন। তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো।’

তিনি আরও লিখেছেন, ‘আমার বড় আপু ও বড় দুলাভাই নভেম্বর মাসে আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর আমার প্রিয় সব মানুষদের নিয়ে আমাদের বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে  ইনশাআল্লাহ। আমাদের জন্য  সবাই দোয়া করবেন, আমরা যেনো একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।’





Leave Your Comments


বিনোদন এর আরও খবর