প্রকাশিত : ০৮:৫২, ২৫ মে ২০২৩
স্পোর্টস ডেস্ক: ইউরোপিয়ান গণমাধ্যমে জোর গুঞ্জন, নতুন মৌসুমে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) দেখা যাবে না লিওনেল মেসিকে। নেইমারও খুঁজছেন নতুন ঠিকানা। মেসির সম্ভাব্য গন্তব্য হিসেবে বার্সেলোনা, আল হিলাল এফসি এবং ইন্টার মায়ামির নাম বহুল চর্চিত। শোনা গেছে, নেইমারকে কিনতে আগ্রহী নিউক্যাসল ইউনাইটেড এবং চেলসি। নতুন খবর দিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম এল নাসিওনাল। ম্যানচেস্টার ইউনাইটেড নাকি মেসি-নেইমার উভয়কেই দলে ভেড়াতে চায়।
আগামী ৩০শে জুন পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে লিওনেল মেসির। এরপর ফ্রি এজেন্ট হয়ে যাবেন আর্জেন্টাইন সুপারস্টার। ২০২১ সালে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেছিলেন নেইমার। ২০২৫ সালে লা প্যারিসিয়ানদের সঙ্গে ব্রাজিলিয়ান তারকার চুক্তির মেয়াদ শেষ হবে। ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর খবর, চুক্তির মেয়াদ বাকি থাকলেও আগামী মৌসুমে নেইমারকে বিক্রি করে দিতে চায় পিএসজি।
এদিকে ফরাসি দৈনিক লা প্যারিসিয়ান জানায়, পিএসজি ছাড়ার বিষয়টি ঘনিষ্ঠজনদের জানিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আরেক ফরাসি গণমাধ্যম লেকিপ জানায়, নেইমারকে লোনে ম্যানইউতে পাঠাতে চায়। এরপর এল নাসিওনাল খবর দেয়, লোন নয়। রিলিজ ক্লজ দিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে কিনতে চায় ইউনাইটেড। একইসঙ্গে ফ্রি এজেন্ট মেসিকেও ভেড়াতে চায় রেড ডেভিলরা।
লেকিপের দাবি, ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোর মধ্যস্থতায় তার স্বদেশি নেইমারকে ভেড়ানোর চেষ্টা করছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর নেইমারকে রাজি করাতে পারলে তার প্রিয় বন্ধু মেসির সঙ্গে চুক্তি করাটাও সহজ হয়ে যাবে রেড ডেভিলদের। সম্প্রতি নেইমারকে দলে নেয়া প্রসঙ্গে ম্যানইউ কোচ এরিক টেন হাগকে প্রশ্ন করা হয়। তাতে স্পষ্ট উত্তর দেননি তিনি। টেন হাগ বলেন, ‘যখন আমাদের কাছে কোনো খবর থাকবে, আমরা আপনাদের জানিয়ে দেব।’