প্রকাশিত : ১২:২৮, ২৫ মে ২০২৩
ভারতে মুসলমানদের অবিসংবাদিত নেতা, দারুল উলুম দেওবন্দের শুরা মেম্বার, জমিয়তে উলামা আসাম প্রদেশের প্রেসিডেন্ট, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান মাওলানা বদর উদ্দিন আজমল তাঁর সুযোগ্য সন্তান মুফতি আবদুর রাহমান এম, এল, এ সহ ইংল্যান্ডের সংক্ষিপ্ত সফরে রয়েছেন।
মাওলানা বদরুদ্দিন আজমল এমপি লন্ডনের ফোর্ড স্কয়ার মসজিদের সেমিনার হল মিলনায়তনে ২০ মে শনিবার দুপুরে স্থানীয় বাংলাদেশী প্রতিনিধিত্বশীল উলামায়ে কেরাম ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে এক গুরুত্বপূর্ণ মত বিনিময় সভায় মিলিত হন।
কাউন্সিল অফ মস্কের চেয়ারম্যান মাওলানা হাফিজ শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন ইমাম মাওলানা রেজা বিন সাদিক। অতঃপর সম্মানিত মেহমানের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে অপূর্ব অতুলনীয় একটি নাতে রাসূল পেশ করেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সিনিয়র সহ—সভাপতি মুফতি আবদুল মুনতাকিম। এ সময় সম্মানিত মেহমান মাওলানা বদর উদ্দিন আজমল এর বলিষ্ঠ রাজনৈতিক নেতৃত্ব এবং অসাধারণ জনসেবা মূলক কার্যক্রমের বিবরণ তুলে ধরেন সভার সভাপতি মাওলানা হাফিজ শামছুল হক।
প্রধান অতিথির সামনে উপস্থিত উলামায়ে কেরাম ও নেতৃবৃন্দের পরিচয় তুলে ধরেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ। সভায় বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট উলামায়ে কেরাম ও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা সৈয়দ আশরাফ আলী, অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ, হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা শাহ মিজানুল হক, মাওলানা মাহবুব তালুকদার, মাওলানা শাহ নূর মিয়া, মুফতি ছালেহ আহমদ, মাওলানা নাজিরুল ইসলাম, মাওলানা জসীম উদ্দীন, মাওলানা নাজমুল হাসান ও আলহাজ্ব ইউনুস আলী সহ আরো অনেক।
সভায় আজমল ফাউন্ডেশন এর একটি বহুল কার্যক্রম সম্বলিত দীর্ঘ ডকুমেন্টারি উপস্থিত সকলের সামনে পেশ করা হয়। এ সময় ইউকে জমিয়তের পক্ষ থেকে লন্ডনে জমিয়তের শতবার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত স্মারক এর কপি মেহমানের হাতে তুলে দেয়া হয়।