প্রকাশিত : ১২:৩৩, ২৫ মে ২০২৩
ভারতের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব উম্মাহর দরদী নেতা সুযোগ্য পার্লামেন্টারিয়ান জমিয়তে উলামা আসাম প্রদেশের প্রেসিডেন্ট মাওলানা বদর উদ্দিন আজমল গত ২১ মে রবিবার লন্ডনের ইকরা টিভি চ্যানেল স্টুডিও ও আল খায়ের ফাউন্ডেশন এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় ইকরা টিভি উর্দুতে দেড় ঘন্টা ব্যাপী দীর্ঘ ইন্টারভিউও তিনি প্রদান করেন। গুরুত্বপূর্ণ এ ইন্টারভিউ গ্রহণ করেন জমিয়ত উলামায়ে ইসলাম ইউকের সিনিয়র সহ—সভাপতি মুফতি আব্দুল মুনতাকিম।
মাওলানা বদরউদ্দিন আজমল এর সাথে এ সময় উপস্থিত ছিলেন মুফতি আব্দুর রহমান বিন আজমল,মায়ারিফ ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান এনামুল হাসান, মাওলানা তানজিম, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী ও মাওলানা সৈয়দ নাঈম আহমদ।