প্রকাশিত : ১২:৩৩, ২৫ মে ২০২৩
যুক্তরাজ্যে বসবাসরত সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের উদ্যোগে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ রিপনের সম্মানে গত ১৮ মে পূর্ব লন্ডনের ব্রিকলেনের একটি হলে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে আয়োজন করে।
লন্ডন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা আলীম উদ্দিন আহমদ ও আহমদ আবুল লেইসের যৌথ পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ ও সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সারব আলী, তারিফ আহমদ, লুতফুর রহমান সায়াদ, খসরুজ্জামান খসরু, আশরাফ আহমদ, আহবাব মিয়া, আফসর খান সাদেক, সেলিম খান, জামাল খান, আনিসুজ্জামান আজাদ, মোহাম্মদ জুবায়ের, দিপঙ্কর তালুকদার, মাহমুদ আলী, লিলু মিয়া তালুকদার, মঈন কাদরী, শরীফ উল্লা, রফিকুল ইসলাম কিরণ, কামরুজ্জামান সাকলাইন, আবু শহীদ, আনা মিয়া, আবদুস সালাম, সিজিল মিয়া, নূর আলম, পীর ফয়সল, আবু হেলাল, নজরুল ইসলাম, সেলিম ফখর, সুযেজ দুলাল, সৈয়দ হেলাল,জামিল, আফসর, ড্যানিয়েল, মিজান, হাসান, জাহাঙ্গীর, শাহাব উদ্দিন, শিপন, রাজশ্ব, রুয়েল, সিরাজ মিয়া, ফাইয়েজ, আনোয়ার,করিম উদ্দিন ও মুন্না।
সভায় বক্তারা, আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিলাত প্রবাসী রাজনীতিক আনোয়ারুজ্জামান চৌধুরীকে জয়যুক্ত করতে সহযোগিতা করার আহবান জানান। সভা শেষে নৈশভোজ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, আবদুল লতিফ রিপনের বাড়ি ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের মঈন পুর গ্রামে। তার পিতা প্রয়াত আবদুল মুনিম ছিলেন দোলারবাজার ইউনিয়নের চেয়ারম্যান। সংবাদ বিজ্ঞপ্তি