ইস্ট লন্ডন মসজিদের সিনিয়র সিটিজেন্স প্রজেক্টের উদ্যোগে ২৪ মে বুধবার কমিউনিটির ৫০ জন প্রবীণ সদস্যকে নিয়ে দিনব্যাপী এক আনন্দ-ভ্রমণের আয়োজন করা হয় । পুর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১০টার মধ্যে ইস্ট লন্ডন মসজিদের প্রধান ফটকে এসে জড়ো হোন প্রবীণরা । এরপর সেখান থেকে ছাদখোলা বাসে চড়ে লন্ডন শহরের বিভিন্ন ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন স্থান ঘুরে দেখেন। প্রথমে ঐতিহাসিক টাওয়ার ব্রিজ পরিদর্শন করে তারা সিটি অব লন্ডনে যান। এরপর পর্যায়ক্রমে সেন্ট পলস ক্যাথাড্রাল, হোয়াইটহল, ট্রাফালগার স্কয়ার ও বুশ হাউজ ঘুরে রিজেন্টস পার্ক মসজিদে জমায়েত হোন । সেখানে জোহরের নামাজ শেষে মসজিদের প্রধান ইমাম খালিফা ইজাথের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এরপর দুপুরের খাবার সারেন । সেখান থেকে ক্যামডেন টাউনের আলবার্ট স্ট্রিট হয়ে হোয়াইটচ্যাপেল অভিমুখে যাত্রা করে বিকেল ৫টার দিকে ফের ইস্ট লন্ডন মসজিদের সস্মুখে এসে পৌঁছেন। হিন্দু ধর্ম থেকে মুসলিম হওয়া ট্যুর গাইড আব্দুল মালিক টেইলর প্রবীণদের ঘুরেদেখা স্থানগুলোর ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন । প্রবীণরা দিনব্যাপী আনন্দভ্রমণ বেশ উপভোগ করেন। আনন্দ-ভ্রমনণ প্রবীণদের সঙ্গে ছিলেন ইস্ট লন্ডন মসজিদ এন্ড লন্ডন মুসলিম সেন্টারের ডাইরেক্টর দেলওয়ার খান এবং সিনিয়র ইমাম হাফিজ মাওলানা আবুল হোসাইন খান। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র সিটেজেন্স প্রজেক্টের কো-অর্ডিনেটর মোহাম্মদ মুহিত। উল্লেখ্য, ইস্ট লন্ডন মসজিদের সিনিয়র সিটিজেন্স প্রজেক্টের উদ্যোগে সপ্তাহের প্রতি বুধবার কমিউনিটির প্রবীণ সদস্যদের দৈহিক ও মানসিক উন্নতি সাধনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পরিচালিত হয় । সংবাদ বিজ্ঞপ্তি
* The English translation feature on our website may not give an accurate reflection of the bengali article published on our website.