প্রকাশিত :  ০৬:৪৮, ২৬ মে ২০২৩
সর্বশেষ আপডেট: ০৬:৫০, ২৬ মে ২০২৩

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাড়ির মূল ফটকে ধাক্কা দিলো গাড়ি

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাড়ির মূল ফটকে ধাক্কা দিলো গাড়ি

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের ঠিকানা ডাউনিং স্ট্রিটের মূল ফটকে ধাক্কা দিলো গাড়ি! বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ওয়েস্টমিনস্টার পুলিশের তরফে জানানো হয়েছে, একটি গাড়ি আচমকাই ডাউনিং স্ট্রিটের প্রবেশপথে ধাক্কা দেয়। বেপরোয়াভাবে গাড়ি চালানোয় চালককে গ্রেফতার করা হয়েছে।

ঘটনাটির একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। চালকের বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগ উঠলেও ভিডিয়োয় দেখা যাচ্ছে, গাড়িটি ধীরে চলতে চলতেই মূল ফটকে ধাক্কা দেয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কেউই জখম হননি। এই মুহূর্তে গোটা এলাকাটি ঘিরে রাখা হয়েছে।ডাউনিং স্ট্রিটে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী সুনক এবং তার পরিবার সেখানেই থাকেন। সূত্রের দাবি, দুর্ঘটনার সময়ে ১০, ডাউনিং স্ট্রিটে নিজের বাড়িতেই ছিলেন সুনক।

সূত্র : আনন্দবাজার পত্রিকা




Leave Your Comments


আন্তর্জাতিক এর আরও খবর