প্রকাশিত :  ১৩:৩০, ৩১ মে ২০২৩

যে শর্তে ভারত সফরে যাবে পাকিস্তান

যে শর্তে ভারত সফরে যাবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : ১৫ বছর পর পাকিস্তান সফরে গেলেন আইসিসি সভাপতি গ্রেগ বার্কলে ও প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তাদের সঙ্গে দুই দিনের সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় আলোচনার মূল বিষয় ছিল অক্টোবরে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি আইসিসির কর্তাদের জানিয়েছেন সরকার যদি অনুমতি দেয় তাহলে তারা ভারতে বিশ্বকাপ খেলার জন্য দল পাঠাবেন। 

শুধু তাই নয়, আইসিসিকে আশ্বস্ত করার জন্য পিসিবি চেয়ারম্যান অনুরোধ করেছেন। ভারত যদি ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পাকিস্তান সফর করে তাহলে তারা আসন্ন বিশ্বকাপের জন্য ভারতে দল পাঠাবে।




Leave Your Comments


খেলাধূলা এর আরও খবর