প্রকাশিত :  ০৯:৩৬, ০৩ জুন ২০২৩
সর্বশেষ আপডেট: ০৯:৪৯, ০৩ জুন ২০২৩

সপ্তাহিক লেনদেনের শীর্ষে ইন্ট্রাকো রি-ফুয়েলিং

সপ্তাহিক লেনদেনের শীর্ষে ইন্ট্রাকো রি-ফুয়েলিং

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড। সপ্তাহের ব্যাবধানে ডিএসইতে কোম্পানিটির ১৯৪ কোটি ৬৯ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ৪ কোটি ৪১ লাখ ৫৯ হাজার ১৩৯টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে নাভানা ফার্মাসিটিক্যালস লিমিটেড। কোম্পানিটির  ১ কোটি ৬০ লাখ ৯৪ হাজার ৮৬৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৮ কোটি ৯২ লাখ ৮৯ হাজার টাকা।

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ৩০ লাখ ২১ হাজার ৯০৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬২ কোটি ৮৪ লাখ ৩৩ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, বসুন্ধরা পেপার মিলস, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, জেমিনি সী ফুড, ইস্টার্ণ হাউজিং ও সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।




Leave Your Comments


অর্থনীতি এর আরও খবর