প্রকাশিত :  ০৮:৪৩, ০৪ জুন ২০২৩

উগান্ডার ৫৪ সেনাকে হত্যা করলো আল-শাবাব

 উগান্ডার ৫৪ সেনাকে হত্যা করলো আল-শাবাব

জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের হামলায় উগান্ডার ৫৪ সেনা নিহত হয়েছেন। সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষীদের একটি ঘাঁটিতে অবস্থান করছিল উগান্ডার ওই সেনারা। তবে সেখানে জঙ্গিদের অতর্কিত হামলায় বিপুল পরিমাণ সেনা নিহত হন। আল-শাবাবের দাবি, তারা ১৩৭ সেনাকে হত্যা করেছে। 

তবে আল-জাজিরার খবরে জানানো হয়, নিহত সেনার আসল সংখ্যা ৫৪ বলে নিশ্চিত করেছেন উগান্ডার প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি। এক বিবৃতিতে তিনি জানান, সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত বুলমারের ঘাঁটিতে হামলা চালায় আল-শাবাব। হামলাটি গত সপ্তাহে হয়েছে বলেও জানান তিনি।

তবে জঙ্গিগোষ্ঠীটি দাবি করেছে, গত ২৬ মে তারা একটি আত্মঘাতী হামলা চালালে ১৩৭ সেনা নিহত হন। প্রেসিডেন্ট মুসেভেনি শনিবার আরও বলেন, উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সেস (ইউপিডিএফ) সশস্ত্র গোষ্ঠীর কাছ থেকে ঘাঁটিটি পুনরুদ্ধার করেছে। আমাদের সেনারা অসাধারণ দক্ষতা দেখিয়েছে এবং নিজেদের পুনর্গঠিত করেছে। ফলে মঙ্গলবারের মধ্যে ঘাঁটিটি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

সোমালিয়া, উগান্ডাসহ আফ্রিকার কয়েকটি দেশে আল শাবাবের সদস্যরা সক্রিয়। আত্মঘাতী হামলা, বোমা বিস্ফোরণ, অপহরণ ও লুটপাটসহ বিভিন্ন অপরাধে জড়িত জঙ্গি গোষ্ঠীটি।

এদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযান চালিয়ে আসছে নিরাপত্তা বাহিনী। তারপরও তৎপরতা থামছে না। সোমিয়ালিয়া আফ্রিকান ইউনিয়নের ২২ হাজার সেনা রয়েছে। তারা ২০২২ সাল থেকে সোমালিয়ায় আল-শাবাবের বিরুদ্ধে যুদ্ধ করছে।





Leave Your Comments


আন্তর্জাতিক এর আরও খবর