প্রকাশিত :  ১০:১৭, ০৫ জুন ২০২৩

তীব্র গরমে জঙ্গলে কোয়েল মল্লিক

তীব্র গরমে জঙ্গলে কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক : কোয়েল মল্লিকের নতুন ছবি ‘জঙ্গলে মিতিন মাসি’ শুটিং চলছে। মে মাসের প্রচণ্ড গরমে ঝাড়খণ্ডে শুটিং করেছেন নায়িকা। সম্প্রতি এই ছবির শুটিং শেষে নায়িকা লেখেন, ৪৭ ডিগ্রিতে, গভীর জঙ্গলে শুটিং করেছি আমরা। এবারের মিতিন সফর আবেগ জড়িত রোমাঞ্চকর। ছবিতে সামাজিক বার্তাও রয়েছে। এই পর্বে অংশ হতে পেরে আমি সত্যি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি। চলতি বছর পূজাতে মুক্তি পাবে ছবিটি।




Leave Your Comments


বিনোদন এর আরও খবর