img

তিন বিমা কোম্পানির শেয়ার নিয়ে ডিএসইর সতর্কতা

প্রকাশিত :  ১২:৪৫, ০৫ জুন ২০২৩

তিন বিমা কোম্পানির শেয়ার নিয়ে ডিএসইর সতর্কতা

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন বিমা কোম্পানির শেয়ারদর অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে বলে মনে করেছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এই জন্য কোম্পানি তিনটির শেয়ারে বিনিয়োগের বিষয়ে সতর্কতা জারি করেছে প্রতিষ্ঠানটি। কোম্পানি তিনটির মধ্যে রয়েছে পপুলার লাইফ, মেঘনা লাইফ এবং ইসলামি ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা যায়।

সূত্রমতে, কোম্পানি তিনটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানি তিনটির কর্তৃপক্ষকে নোটিশ পাঠায়।

ডিএসইর চিঠির জবাবে কোম্পানি তিনটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানি দুটির শেয়ার দর অস্বাভাবিক হারে বেড়েছে।

পপুলার লাইফ: গত ১১ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ৬৪ টাকা ৪০ পয়সা। আজ ০৪ জুন কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ৯১ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৭ টাকা ২০ বা ৪২ শতাংশ। সবশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৬ টাকায়।

মেঘনা লাইফ: গত ১১ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ৬৭ টাকা ৮০ পয়সা। আজ ০৫ জুন কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ১০৯ টাকা ৮০ পয়সায় বা । অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪২ টাকা বা ৬২ শতাংশ।

ইসলামি ইন্স্যুরেন্স: গত ০২ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৯ টাকা ২০ পয়সা। আজ ০৫ জুন কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ৫৭ টাকায়। অর্থাৎ একমাসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৭ টাকা ৮০ বা ৪৫ শতাংশ। সবশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৬ টাকা ৩০ পয়সায়।

img

৬০ টাকা কেজি দরে ভারত থেকে এলো ৫৯৩ টন কাঁচা মরিচ

প্রকাশিত :  ১৬:৪৬, ১৫ অক্টোবর ২০২৪

যশোরের শার্শার বেনাপোল বন্দর  দিয়ে গত দুই দিনে ভারত থেকে ৫৯৩ টন কাঁচা মরিচের বিশাল চালান এসেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল ৫টা পর্যন্ত ভারত থেকে এসেছে ১০ টন ৯৫৬ কেজি কাঁচামরিচ। গতকাল সোমবার এসেছে ৫৮১ টন ৯৭০ কেজি। 

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই দেশে কাঁচা মরিচের দাম আকাশ ছোঁয়া। তাই চাহিদা অনুযায়ী যোগান ঠিক রাখার জন্য বাজারে ভারসাম্য রক্ষার জন্য এই আমদানি করা হচ্ছে। ভারতে দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে বেনাপোল ও পেট্রাপোল বন্দর বন্ধ ছিল ৫ দিন। গতকাল বন্দর সচল হওয়ায় একদিনেই ভারত থেকে ৫০টি ট্রাকে এসেছে। যাতে প্রায় ৫৮২ টন কাঁচা মরিচ ছিল। ইতোমধ্যে বেনাপোল বন্দর থেকে পণ্যটির চালান খালাস করে নিয়ে গেছেন আমদানিকারকরা।

বেনাপোল কাস্টমস থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, দেশের ২৮ জন আমদানিকারক সোমবার প্রায় ৩ কোটি ৩৪ লাখ টাকা মূল্যে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করেন। প্রতি টনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা। আমদানি শুল্ক প্রায় ৩৬ হাজার টাকা হিসাবে প্রতি কেজির আমদানি মূল্য ৬০ টাকা এবং শুল্ক ৩৬ টাকা।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত সময়ে এক ট্রাকে ১০ টন ৯৫৬ কেজি কাঁচা মরিচ বন্দরে প্রবেশ করেছে। এর আগে গতকাল সোমবার ৫০ ট্রাকে ৫৮১ টন ৯৭০ কেজি মরিচ আমদানি হয়। যা শুল্ক করাদি পরিশোধ করে আগেই মরিচ বোঝাই ট্রাক বন্দর এলাকা ত্যাগ করেছে।


অর্থনীতি এর আরও খবর