প্রকাশিত : ১৫:৪১, ২৪ জুন ২০২৩
সর্বশেষ আপডেট: ১৫:৫২, ২৪ জুন ২০২৩
মোহাম্মদ গোলাম মাহদী
এতো কিসের দুঃখ বলো
এতো কিসের শোক
সময় করে বাড়ি যেও
সন্ধ্যে হলে হোক ।।
কুসুম জলে স্নানটি নিও
স্নানে স্নানে কাঁদো
দুপুররোদের কান্না তোমার
শুনবে দেখো ছাদও
ছাদের ওপর আকাশ যে এক
তারেও দিও শ্লোক
সময় করে বাড়ি যেও
সন্ধ্যে হলে হোক...
ঘরের কপাট বন্ধ করে
ভোরের দেশে যেও
যেতে পথে দু মুঠো ভাত
মায়ের হাতে খেও
মায়ের ছোঁয়া ভীষণ নরম
শীতল হবেই চোখ
সময় করে বাড়ি যেও
সন্ধ্যে হলে হোক...
যে দিয়েছে গোপন ব্যথা
তারও গল্প লেখো
রাতের বয়েস বাড়লে বাড়ুক
গল্পে নজর রেখো
গল্পে গল্পে বানাও না এক
নিজের কল্পলোক
সময় করে বাড়ি যেও
সন্ধ্যে হলে হোক
এতো কিসের দুঃখ বলো
এতো কিসের শোক
সময় করে বাড়ি যেও
সন্ধ্যে হলে হোক।।