প্রকাশিত : ২২:০৩, ২৬ জুন ২০২৩
ভালোবাসা
-অমলেশ রায়
আমার কাছে ভালোবাসা মানে
একটা অতি সাধারণ
কিন্তু অসাধারণ ব্যাপার।
এই যে অফিস থেকে বাড়ির পথে
এখনও জ্যামে পড়ি নাই
এটাই ভালোবাসা।
আবার জ্যামে পড়ে,
গাবতলীর পর গাড়ির টান ,
এটাই ভালোবাসা।
অনেক কষ্টের পর
পরিবারের সাথে যেটুকু সময়
এটাই ভালোবাসা।
চোখ বন্ধ করে
মা-বাবার সাথে স্মৃতি রোমান্থন
এটাই ভালোবাসা।
অনেক কিছুর পর
বন্ধু যখন বন্ধুই থাকে
এটাই ভালোবাসা।
সকল প্রাপ্তির আনন্দ
না পাওয়ার বেদনা
এটাই ভালোবাসা।
ভালোবাসা শুধু লুকানো কিছু নয় বকবক নয়-
ভালোবাসা অনুভবের ব্যাপার
যা বুঝা যায় না থাকলে পর।