প্রকাশিত : ১০:৪১, ০৯ জুলাই ২০২৩
জীবনপাঠ
-মোহাম্মদ গোলাম কিবরিয়া
জীবনকে ভালো লাগে,
তবে ভালোবাসার মত কিছু পাইনি
জীবনের মাঝে।
ভালোবাসি মৃত্যুকে,
যার হাত ধরে এই সংকির্ণ জীবনের
মিছে ভালো লাগার সমাপ্ত হবে।
আমার দু’কাঁধের স্বরলিপি
আমায় লিখছে ক্রমাগত।
মরণের পর আমি আমার
সংক্ষিপ্ত জীবনযাত্রার
মিছে বালুকাবেলার
অস্থায়ী নিবাসের
নিরস গল্পগুলো
পাঠ করব।
জীবনপাঠও নিশ্চয়ই ভালো লাগবে।
০৯ জুলাই ২০২৩
লন্ডন