প্রকাশিত : ২১:১২, ২৩ জুলাই ২০২৩
পদচিহ্ন
মোহাম্মদ গোলাম কিবরিয়া
সময় যাতে মানুষকে ভুলে না যায়
এ জন্য কেউ কেউ সময়ের বুকে
রেখে যায় নির্মম পদচিহ্ন।
আমরা সে সব পদচিহ্ন লেহন করি,
চর্চা করি আর মনে মনে দীর্ঘশ্বাস ত্যাগি।
কেননা, আমাদের বেশির ভাগই
সময়ের হাতে বাঁধা সস্তা ক্রিতদাস।
কিংবা, আমাদের কেউ কেউ
সময়ের স্রোতে ভেসে চলা
দুর্গন্ধময় আবর্জনা।
আমরা বেশির ভাগই
সময়ের চাবুক সহি
নতুবা সাষ্টাঙ্গে দুর্গন্ধে ডুবে থাকি
কেউ কেউ সময়ের পিঠে সওয়ার হয়ে
সপাঠে চাবুক চালায় সময়েরই পিঠে।
কোটি বছরের পুরাতন সময়
পঙ্খিরাজের মতো তাকে নিয়ে
সাত আসমান ছাড়িয়ে ওড়ে যায় অমর্ত্যে।
মাটির কি আর সাধ্য আছে
তাকে ধরে বুকে!
২১ জুলাই ২০২৩, লন্ডন