img

ব্রিটেনে শিশু মৃত্যুর জন্য সন্দেহভাজন আরও এক নার্স গ্রেপ্তার

প্রকাশিত :  ১৪:৪৪, ২৮ আগষ্ট ২০২৩
সর্বশেষ আপডেট: ১৪:৫৭, ২৮ আগষ্ট ২০২৩

ব্রিটেনে শিশু মৃত্যুর জন্য সন্দেহভাজন আরও এক নার্স গ্রেপ্তার

যুক্তরাজ্যে সাত শিশু হত্যার দায়ে আলোচিত নার্স লুসি লেটবির পর আরও একজন নার্সকে গ্রেপ্তার করা হয়েছে। তিনটি শিশুর সন্দেহজনক মৃত্যুর সঙ্গে জড়িত থাকার সন্দেহে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএস।

যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ অনুসারে, সন্দেহভাজন নার্স (২৮) ব্রিটেনের সবচেয়ে বড় পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট বার্মিংহাম শিশু হাসপাতালে কাজ করতেন। বিষ প্রয়োগে তিনটি শিশুর জীবন বিপন্ন করার সন্দেহে তাকে প্রাথমিকভাবে গ্রেপ্তার করা হয়েছে।

গত বছরের ১৮ মে তারিখে হাসপাতালের একটি শিশুর স্বাস্থ্য অবনতি হয়ে পরের দিন মারা গেলে সহকর্মীরা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে। পরে অভিযোগের ভিত্তিতে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তাকে বর্তমানে এনএইচএস ট্রাস্ট থেকে বরখাস্ত করা হয়েছে এবং তাকে অন্য কোনো প্রতিষ্ঠানে কাজ করা থেকেও নিষিদ্ধ করা হয়েছে। বার্মিংহাম উইমেনস অ্যান্ড চিলড্রেনস এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের তত্ত্বাবধায়নে শিশু তিনটির আকস্মিক মৃত্যুর বিষয়টি চিহ্নিত করা হয়েছে বলে দ্য সানডে টাইমস জানিয়েছে।

সম্প্রতি ব্রিটেনের সবচেয়ে নিকৃষ্ট শিশু হত্যাকারী লুসি লেটবিকে সাত শিশুকে হত্যা এবং আরও ছয় শিশুকে হত্যা চেষ্টার দায়ে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে বার্মিংহামের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন সিনিয়র ডাক্তাররা। তবে তাদের উদ্বেগ উপেক্ষা করেছে হাসপাতাল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তাদের এমন আচরণের ব্যাখ্যা চেয়ে ট্রাস্টের ওপর চাপ প্রয়োগ করা হয়েছে।

বার্মিংহামে থাকা শিশুদের পরিবারকে ইতোমধ্যে এই জানানো হয়েছে বলে জানা গেছে। ট্রাস্টের চিফ মেডিক্যাল অফিসার ডা. ফিওনা রেনল্ডস বলেছেন, ‘২০২২ সালের মে মাসে বার্মিংহাম চিলড্রেনস হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে একটি শিশু হঠাৎ এবং অপ্রত্যাশিতভাবে অসুস্থ হয়ে যায়। ঘটনার পর কর্তৃপক্ষকে জানালে কর্মীদের একজন সদস্যকে কাজ থেকে বরখাস্ত করা হয়। পরে তাকে বাড়িতে গ্রেপ্তার করা হয়েছে। দুঃখজনকভাবে শিশুটি পরে মারা যায়।’


যুক্তরাজ্য এর আরও খবর

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে শিশুসহ নিহত ৫ | JANOMOT | জনমত

img

ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে সুদৃঢ় সম্পর্ক চান খালেদা জিয়া

প্রকাশিত :  ২০:২৫, ০৪ সেপ্টেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ০৬:০৩, ০৫ সেপ্টেম্বর ২০২৪

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।

আজ  বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষৎ করতে তার গুলশানের বাসভবন ফিরোজায় যান ব্রিটিশ হাইকমিশনার। এ সময় তিনি বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন।

সে সময় তাদের মধ্যে প্রায় ঘন্টাব্যাপী সাক্ষাৎ অনুষ্ঠান হয়। সাক্ষাতে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করার কথা বলেছেন খালেদা জিয়া। 

এ সময় ফিরোজায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এম জাহিদ হোসেন, খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এফ এম সিদ্দিকী এবং বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল।

এছাড়া উপস্থিত ছিলেন  বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ও খালেদা জিয়ার ছোটভাই শামীম ইস্কান্দার।

যুক্তরাজ্য এর আরও খবর