img

নয়নতারা ছাড়াই ‘জাওয়ান’-এর পার্টিতে শাহরুখ-দীপিকা

প্রকাশিত :  ১৯:১০, ১৬ সেপ্টেম্বর ২০২৩

নয়নতারা ছাড়াই ‘জাওয়ান’-এর পার্টিতে শাহরুখ-দীপিকা

তীব্রবেগে ছুটছে বলিউড বাদশা শাহরুখ খানের ঘোড়া। জাওয়ানের মাধ্যমে নিজের সর্বকালীন সেরার রেকর্ড ভেঙে নিজেই খানখান করে মাইলস্টোন গড়েছেন শাহরুখ। আর সেই বিজয়রথ নিয়েই এবার ‘জাওয়ান’-এর সাকসেস পার্টিতে দীপিকা পাড়ুকোনকে নিয়ে হাজির হয়েছেন শাহরুখ খান। তবে সেখানে আসেননি নয়নতারা।

দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, জাওয়ানের আকাশ ছোঁয়া সাফল্যের জন্য শুক্রবার মুম্বাইয়ের যশ রাজ স্টুডিওতে আয়োজিত সাকসেস পার্টিতে অভিনেত্রী নয়নতারাকে ছাড়াই নতুন লুকে বাজিমাত করলেন শাহরুখ খান। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলো ‘জাওয়ান’-এর পুরো টিম। ‘সাফল্যের ওয়াইনে’ চুমুক দিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছেন সবাই। তবে আসেননি নয়নতারা।

এসময় কিং খান ‘লাকিচার্ম’ দীপিকা পাড়ুকোনকে নিয়ে সোজা উঠে পড়েন মঞ্চে। ‘জাওয়ান’-এর ‘ছলেয়া’ গানে দুই তারকার সুপারহিট পারফরম্যান্সের সাক্ষী হয়েছেন উপস্থিত সবাই। মুহূর্তে বদলে গেল চারপাশের পরিবেশ। হাততালি, সিটির আওয়াজে কান পাতা দায়! আর সেই ভিডিও যেন নেটদুনিয়ায় আগুন লাগিয়ে দিয়েছে। 

এদিকে বাদশার হেয়ারস্টাইল, পোশাকের উর্ধ্বে গিয়েও নজর কাড়তে ভুল করেনি তার ‘ক্যারিশ্মেটিক নেচার’। মঞ্চে যখন শাহরুখের হাতে মাইক, তখন দর্শক আসনে বসে থাকা সবাই মন্ত্রমুগ্ধের মতো ‘হা’ করে তাকিয়ে ছিলেন শাহরুখের দিকে।

মিউজিক ডিরেক্টর অনিরুদ্ধর কণ্ঠে শোনা গেল ‘জিন্দা বান্দা’ গানটিও।


img

অস্কার প্রতিযোগিতায় ইমন চক্রবর্তীর গান ‘ইতি মা’

প্রকাশিত :  ০৬:৩৬, ০৫ ডিসেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ০৬:৪১, ০৫ ডিসেম্বর ২০২৪

ইমন চক্রবর্তী পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী। লোকগান, রবীন্দ্রসংগীত থেকে শুরু করে আধুনিক গানসহ সব ধরনের গানেই পারদর্শী তিনি।  বিশেষ করে ‘তুমি যাকে ভালোবাসো’ গানটি দিয়ে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। এবার ক্যারিয়ারের শ্রেষ্ঠ অর্জন হিসেবে অস্কারের মঞ্চে ইমনের গান।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ২০২৫ সালের মার্চে অনুষ্ঠিত হবে একাডেমি অ্যাওয়ার্ড। এই মুহূর্তে যাচাই-বাছাই চলছে। সারাবিশ্ব থেকে বেছে নেওয়া হয়েছে প্রায় ৮৯টি গান ও ১৪৬টি আবহসংগীত। সেই তালিকায় রয়েছে গায়িকা ইমন চক্রবর্তীর ‘ইতি মা’ নামের একটি গান। যা শোনা গিয়েছিল নির্মাতা ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুল’ চলচ্চিত্রে।

এই দৌড়ে ইমনের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকারা।

সুখবরটি জানতে পেরে ভারতীয় গণমাধ্যমকে এই গায়িকা বলেন, ‘তিনি সকাল ১১টা নাগাদ এই খবর প্রথম পান। তখন তিনি একটি রিয়ালিটি শোয়ের সেটে, শুটিংয়ে ব্যস্ত। আমি এখনও হজম করে উঠতে পারছি না বিষয়টা। আমাকে কেউ চিমটি কাটুক।

অস্কারের তালিকায় নিজের গান, খবরটি পেয়েই প্রথম সে কথা ইমন প্রথম জানিয়েছেন ‘সারেগামাপা’র সেটের বন্ধু, সহ-বিচারকদের। তারপর তিনি তা জানালেন স্বামী নীলাঞ্জনকে।

ক্যারিয়ারে ইতিমধ্যে সাফল্য ও পুরস্কার ঘরে তুলেছেন ইমন। তবে কি এবার অস্কারের পালা? এ প্রশ্নের জবাবে গায়িকা বলেন, ‘না না, এত প্রত্যাশা আমি রাখি না।’