img

কুমিল্লায় দু’গ্রুপের টেঁটাযুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত, পরিস্থিতি থমথমে

প্রকাশিত :  ১৫:৫৭, ১৮ সেপ্টেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট: ২০:৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৩

কুমিল্লায় দু’গ্রুপের টেঁটাযুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত, পরিস্থিতি থমথমে

কুমিল্লায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে মো. নিজাম সরকার নামে এক জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের চালিভাঙ্গা গ্রামে সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। 

নিহত মো. নিজাম সরকার চালিভাঙ্গা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং স্থানীয় নলচর গ্রামের মো. আব্বাসের ছেলে। তিনি মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবিরের ছোট ভাই। 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ফের সংঘর্ষের আশঙ্কায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।  

জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লা-২ আসনের এমপি সেলিমা আহমাদ মেরীর অনুসারী জেলা পরিষদ সদস্য (মেঘনা উপজেলা) আবদুল কাইয়ুম গ্রুপ এবং মেঘনা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে সোমবার সকাল ৮টার দিকে চালিভাঙ্গা, নলচর, ফরাজীকান্দি গ্রামের দুই গ্রুপের লোকজনের মধ্যে চালিভাঙ্গা গ্রামের বাঘবাজার এলাকায় দফায় দফায় সংঘর্ষ, গুলি বিনিময়, টেঁটা ও লাঠিশোটা দিয়ে আঘাত-পাল্টা আঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। উভয় পক্ষ দেশীয় অস্ত্র টেঁটা ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন। আহতদের বেশির ভাগকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবিরের ছোট ভাই চালিভাঙ্গা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আহত নিজাম সরকার মারা যান। 

স্থানীয়রা জানায়, আহতদের বেশিরভাগ টেঁটাবিদ্ধ হয়ে চিকিৎসাধীন আছে। এছাড়া কয়েকজন গুলিবিদ্ধ রয়েছে। এ ঘটনায় গুরুতর আহতরা হলেন- মো. ইব্রাহীম (২৭), শাকিল (২১), খালেদ হাসান (১৮), টিটু (২৯), রমজান (৩৪), দেলোয়ার (৩০), আনিছ সরকার (২৪), সুমন (২২), ওয়াসিম (৩৫), হানিফ (৪৫)। অপর আহতদের সোনারগাঁ ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয়া হয়েছে। 

নাম প্রকাশ না করার শর্তে মেঘনা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতা জানান, কুমিল্লার মেঘনা উপজেলাটি কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের যুক্ত থাকলেও স¤প্রতি মেঘনা উপজেলাটি কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) সংসদীয় আসনের অধীন যুক্ত হয়েছে। এর পর থেকে কুমিল্লা-২ আসনের মেঘনা উপজেলা এলাকায় এমপি সেলিমা আহমাদ মেরীর পক্ষে আধিপত্য বিস্তার করার চেষ্টা চালান জেলা পরিষদ সদস্য মো. আবদুল কাইয়ুম। তবে মেঘনা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চালিভাঙ্গা ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ও তার ভাই নিহত নিজাম সরকার মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলমের অনুসারী। উভয় পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে দুই পক্ষ অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

মেঘনা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চালিভাঙ্গা ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, জেলা পরিষদ সদস্য আবদুল কাইয়ুম ও তার লোকজন আমার ছোট ভাই নিজাম সরকারকে নির্মমভাবে হত্যা করেছে। অবিলম্বে তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। 

তবে অভিযোগ অস্বীকার করে আবদুল কাইয়ুম সাংবাদিকদের বলেন, চেয়ারম্যান হুমায়ুনের লোকজন নিজেরা মারামারি করে আমাদের উপর দায় চাপাচ্ছে। এতে আমাদের লোকজন আহত হয়েছেন। 

মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল আলম বলেন, এমন হামলা ও হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি করছি। নির্বাচনকে সামনে রেখে একটি পক্ষ পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। 

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার বলেন, হামলা ও হত্যাকারী তাদের মদদদাতা যেই হোক না কেন তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। 

মেঘনা থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় হুমায়ুন চেয়ারম্যানের ছোট ভাই নিজাম সরকার নিহত হয়েছেন। এ ঘটনায় ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কয়েকজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।


img

তিন উপকূলীয় এলাকায় নৌযান চলাচল বন্ধ

প্রকাশিত :  ১১:০৬, ১৪ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বৈরী আবহাওয়ার কারণে হাতিয়াসহ তিন উপকূলীয় এলাকায় নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে। এছাড়া এক ইঞ্জিনবিশিষ্ট নৌযান চলাচলও বন্ধ রাখা হয়েছে। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিআইডব্লিউটিএ জানিয়েছে- উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া চলছে। সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নদীতে প্রচণ্ড ঢেউ থাকার কারণে এবং যাত্রীদের জানমালের নিরাপত্তায় ঢাকা থেকে হাতিয়া ও বেতুয়াগামী, বেতুয়া ও হাতিয়া থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে খেপুপাড়াগামী ও খেপুপাড়া থেকে ঢাকাগামী- এই তিনটি উপকূলীয় অঞ্চলের নৌ পথে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে এক ইঞ্জিনবিশিষ্ট নৌযান চলাচল বন্ধ রাখার কথাও জানিয়েছে বিআইডব্লিউটিএ।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। স্থল নিম্নচাপ আকারে এটি এখন খুলনা অঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে আজ শনিবার সারাদেশে বৃষ্টি হতে পারে। এছাড়াও সমুদ্রবন্দরসহ উপকূলীয় এলাকাকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, এখন যে বৃষ্টি হচ্ছে, তা মূলত গভীর নিম্নচাপের কারণে। এটি স্থল নিম্নচাপ আকারে যশোর অঞ্চলে অবস্থান করছে। নিম্নচাপটি ক্রমশ পশ্চিম দিকে ভারতের পশ্চিমবঙ্গের দিকে সরে যাবে। এর প্রভাবে আজ সারাদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে বৃষ্টি কমতে পারে। 

এদিকে গতকাল সকাল ৯টা থেকে আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে কুতুবদিয়ায় সর্বোচ্চ ২৭৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীতে ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানীর আকাশ আজ সকাল থেকে মেঘলা। থেমে থেমে বৃষ্টিও হচ্ছে। এমনটা সারা দিনই থাকতে পারে।

এদিকে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকাকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

 

বাংলাদেশ এর আরও খবর