প্রকাশিত :  ০৬:১২, ২০ সেপ্টেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট: ০৬:১৭, ২০ সেপ্টেম্বর ২০২৩

কারাবাখে ৬০ আর্মেনিয়ান অবস্থান দখল করেছে আজারবাইজান

কারাবাখে ৬০ আর্মেনিয়ান অবস্থান দখল করেছে আজারবাইজান

নিউইয়র্কে ৫ম বাংলাদেশ সম্মেলন উদ্বোধন করলেন বীর মুক্তিযোদ্ধা ড. আবু জাফর মাহমুদ। দু’দিনব্যাপী এ সম্মেলন উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, ফোবানার নামে ত্রা প্রবাসে গোটা জাতিকে বিভক্ত করেছে। এতে তারা কি আনন্দ পেয়েছে জানি না। তবে আমেরিকায় বাংলাদেশিদের বিভক্তির রুপ দেখানোর জন্যই ৬টি ফোবানার অনুষ্ঠান হয়েছে। রাজনীতির নামে গোটা জাতিকে বিভক্ত করা হয়।

এক গ্রুপ আরেক গ্রুপকে হত্যার জন্য লেলিয়ে দেয়। একইভাবে প্রবাসে আমরা বিভক্ত হয়েছি। এতে আমরা গৌরবের কাজ করছি না। শনিবার ৯ সেপ্টেম্বর লার্গোডিয়া ম্যারিয়ট হোটেলে এ সম্মেলন উদ্বোধন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি মেয়রের এশিয়ান কমিউনিটি বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, আবু তালেব চান্দু, সংগীত শিল্পী সেলিম ইব্রাহিম, শাহ মাহবুব, প্রিয়া ডায়েস , সাংবাদিক আদিত্য শাহিন ও কানু দত্ত। উদ্¦োধনী অনুষ্ঠানের শুরুতে মেলার উদ্যোক্তা ও শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম বলেন, প্রবাসীদের মধ্যে আমরা ভেদাভেদ দেখতে চাই না। কোন রাজনৈতিক দলের নামে এ বাংলাদেশ সম্মেলন নয়। ঐক্যের চেতনা থেকেই বাংলাদেশ কনভেনশন ৫০ বর্ষে পা রাখলো।




Leave Your Comments


আন্তর্জাতিক এর আরও খবর