img

বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় ৮ কোম্পানির শেয়ার

প্রকাশিত :  ১০:২০, ২৩ সেপ্টেম্বর ২০২৩

 বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় ৮ কোম্পানির শেয়ার

বিদায়ী সপ্তাহে (১৭-২১ সেপ্টেম্বর) শেয়ারবাজারে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে ৮ কোম্পানির শেয়ার। যেগুলো হলো-ক্রিস্টাল ইন্সুরেন্স, রিপাবলিক ইন্সুরেন্স, ট্রাস্ট লাইফ ইসলামী ইন্সুরেন্স, দেশ জেনারেল ইন্সুরেন্স, খান ব্রাদার্স, সী পার্ল হোটেল, বিডিকম ও ডেফোডিল কম্পিউটার্স লিমিটেড।

বাজার বিশ্লেষণে দেখা যায়, প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় ছিল ক্রিস্টাল ইন্সুরেন্স, রিপাবলিক ইন্সুরেন্স, ট্রাস্ট লাইফ ইসলামী ইন্সুরেন্স, দেশ জেনারেল ইন্সুরেন্স, ইউনাইটেড ইন্সুরেন্স, কর্ণফুলী ইন্সুরেন্স, খান ব্রাদার্স, সী পার্ল হোটেল, বিডিকম ও ডেফোডিল কম্পিউটার্স লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে ক্রিস্টাল ইন্সুরেন্সের দর বেড়েছে ৩৩.৪৩ শতাংশ, রিপাবলিক ইন্সুরেন্সের ২৯.৯৩ শতাংশ, ট্রাস্ট লাইফ ইসলামী ইন্সুরেন্সের ২২.৪১ শতাংশ, খান ব্রাদার্সের ১৬.৬৭ শতাংশ, দেশ জেনারেল ইন্সুরেন্সের ১৬.৫২ শতাংশ, ইউনাইটেড ইন্সুরেন্সের ১৪.১৬ শতাংশ, সী পার্ল হোটেলের ১১.৮৯ শতাংশ, বিডি কমের ১১.২৪ শতাংশ, কর্ণফুলী ইন্সরেন্সের ৯.৬৯ শতাংশ এবং ডেফোডিল কম্পিউটার্সের ৮.৬২ শতাংশ।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃদ্ধির শীর্ষ তালিকায় ছিল ক্রিস্টাল ইন্সুরেন্স, রিপাবলিক ইন্সুরেন্স, ট্রাস্ট লাইফ ইসলামী ইন্সুরেন্স, ইমাম বাটন, খান ব্রাদার্স, দেশ জেনারেল ইন্সুরেন্স, সী পার্ল হোটেল, হিমাদ্রি, বিডি কম এবং ডেফোডিল কম্পিউটার্স লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে ক্রিস্টাল ইন্সুরেন্সের দর বেড়েছে ৩৩.৬১ শতাংশ, রিপাবলিক ইন্সুরেন্সের ৩১.৩৮ শতাংশ, ট্রাস্ট লাইফ ইসলামী ইন্সুরেন্সের ২১.৩২ শতাংশ, ইমাম বাটনের ২০.৯৮ শতাংশ, খান ব্রাদার্সের ১৫.৬৩ শতাংশ, দেশ জেনারেল ইন্সুরেন্সের ১৪.৫২ শতাংশ, সী পার্ল হোটেলের ১১.৫০ শতাংশ,হিমাদ্রির ৯.৯৯ শতাংশ, বিডি কমের ৯.১৪ শতাংশ এবং ডেফোডিল কম্পিউটার্সের ৮.৯৯ শতাংশ।

অর্থনীতি এর আরও খবর

img

১২ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১২ হাজার কোটি টাকা

প্রকাশিত :  ১৫:৪৩, ১৪ অক্টোবর ২০২৪

চলতি মাসের প্রথম ১২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৯৮ কোটি ৬৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) যার পরিমাণ ১১ হাজার ৮৩৯ কোটি ২০ লাখ টাকা।

সোমবার (১৪ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য বলছে, চলতি মাস অক্টোবরে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ৮ কোটি ২২ লাখ ডলার বা ৯৮৬ কোটি টাকার রেমিট্যান্স আসছে। এভাবে রেমিট্যান্স আসার ধারা অব্যাহত থাকলে মাস শেষে আড়াই বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে প্রবাসী আয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে জানা গেছে, এই সময়ে রাষ্ট্র-মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৪ কোটি ৫৫ লাখ ৭০ হাজার ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে একটি ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে ৪ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৯ কোটি ৩৫ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৬ লাখ ৪০ হাজার ডলার।

এই সময়ে ১১ ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স পাঠাননি প্রবাসীরা। ব্যাংকগুলো হলো- রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাবাক। বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, পদ্মা ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। আর বিদেশি ব্যাংকের মধ্যে রয়েছে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংক।

উল্লেখ্য, গত জুন মাসে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার প্রবাসী আয় আসার পর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম আয় ছিল। তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এর ধারাবাহিকতায় গত আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। আর গত সেপ্টেম্বরে দেশে এসেছে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।


অর্থনীতি এর আরও খবর