পুরনো প্রেমে মজেছেন সারা আলি খান
বিনোদন ডেস্ক: তারকাকন্যা হয়েও নিজের পরিশ্রমে খ্যাতি পেয়েছেন বলিউড সুপারস্টার সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান। পেশাগত জীবনের বাইরেও ব্যক্তিগত জীবনের জন্য বেশ আলোচনা হয় তাকে নিয়ে। অভিনেত্রীর সাধারণ চলাফেরা, প্রেমসহ বিভিন্ন কারণে থাকেন শিরোনামে। জীবনের প্রথম ছবির সময় থেকেই একের পর এক অভিনেতার সঙ্গে নাম জড়ায় সারা’র। অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে তার প্রেম রীতিমতো ‘ওপেন সিক্রেট’। ‘লাভ আজ কাল’ সিনেমায় জুটি বেঁধে কাজও করেছিলেন সারা-কার্তিক। সেই ছবির শুটিং চলাকালীন একে-অপরের প্রেমে পড়েছিলেন তারা। তারপর ‘কফি উইথ করণ’-এ এসে কার্তিকের প্রতি তার ভালোলাগার কথা জনসমক্ষেই জানিয়েছিলেন সারা। তবে সেই
সম্পর্ক বেশিদিন টেকেনি।
বেশ আগেই প্রেমের ইতি টানেন সারা ও কার্তিক। যদিও তাদের বন্ধুত্ব অটুট ছিল। এরপর একাধিক অনুষ্ঠানে হাসিমুখে কথা বলতে দেখা যায় দুই চর্চিত প্রাক্তনকে। তবে সাম্প্রতিক সময়ে দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা বেশ বেড়েছে। গত ক’দিনে গণেশ পূজা উপলক্ষে বেশির ভাগ বলিউড তারকা ভিড় জমিয়েছিলেন আম্বানীদের বাড়িতে। অথচ সারাকে দেখা যায় কার্তিকের বাড়ির গণেশ পূজায়। একসঙ্গে ছবিও তোলেন তারা। সারা ও কার্তিককে এক ফ্রেমে দেখে ভক্তদের ধারণা আবারো পুরনো প্রেমে মজেছেন তারা।