প্রকাশিত :  ০৬:৪৮, ২৪ সেপ্টেম্বর ২০২৩

জগন্নাথপুরে রাধাষ্টমী পালিত

 জগন্নাথপুরে রাধাষ্টমী পালিত

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি শ্রীমতি রাধারানীর জন্মতিথি উপলক্ষে রাধাষ্টমী শনিবার (২৩ সেপ্টেম্বর) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মহিলা গীতা সংঘের উদ্যাগে পালিত হয়েছে।

উপজেলা সদরের বাসুদেব মন্দির থেকে এক বর্ণাঢ্য র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জগন্নাথ জিউর আখড়া ও কালি মন্দির প্রদক্ষিণ করে পরে বাসুদেব জিউর মন্দিরে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন মহিলা গীতা সংঘের সভাপতি গীতা চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী, কমিউনিটি নেতা আশীষ কুমার দেব, মুকুল ভট্টাচার্য, মহিলা গীতা সংঘের মনি বণিক, আরতি বণিক, সাথী তালুকদার, রিংকু চৌধুরী প্রমুখ।




Leave Your Comments


সিলেটের খবর এর আরও খবর