img

থাইল্যান্ডে ভিক্ষু বেশধারী ৭ বাংলাদেশি আটক

প্রকাশিত :  ০৮:১০, ২৫ সেপ্টেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট: ০৮:২০, ২৫ সেপ্টেম্বর ২০২৩

থাইল্যান্ডে ভিক্ষু বেশধারী ৭ বাংলাদেশি আটক

 সাত বাংলাদেশিকে থাইল্যান্ডের সোংখলা প্রদেশে এক যৌথ অভিযানে গতকাল রোববার গ্রেপ্তার করা হয়েছে। দেশটির দ্য থাইগার নামে গণমাধ্যম আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোংখলা ইমিগ্রেশন ও হাট ইয়াই ট্যুরিস্ট পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃ ৭ জনের সবাই পুরুষ। তারা থাইল্যান্ডকে মালয়েশিয়া যাওয়ার রুট হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয়দের সঙ্গে মিশে যেতে এবং কর্তৃপক্ষের নজর এড়াতে তারা মাথা ন্যাড়া করে বৌদ্ধভিক্ষু সেজেছিলেন। বাংলাদেশি এই দলের নেতৃত্ব দিচ্ছিলেন ৪৬ বছর বয়সি এক ব্যক্তি। তারা বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে থাইল্যান্ডে প্রবেশ করেন।

স্থানীয় প্রসাশনের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতার সাত ব্যক্তির বিরুদ্ধে থাইল্যান্ডে অবৈধ প্রবেশের অভিযোগ আনা হয়েছে। তারা যে বৌদ্ধভিক্ষু, এমন কোনো প্রমাণ তাদের কাছে ছিল না।

কমিউনিটি এর আরও খবর

img

মাওলানা শুয়াইব আহমদের লন্ডন প্রত্যাবর্তন, ইউকে জমিয়ত নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়

প্রকাশিত :  ১১:৩০, ১১ জুলাই ২০২৫
সর্বশেষ আপডেট: ১২:১৬, ১১ জুলাই ২০২৫

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি ও কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব ডঃ মাওলানা শুয়াইব আহমদ বাংলাদেশের দীর্ঘ দিনের সফর শেষে লন্ডন প্রত্যাবর্তন করেছেন। এ উপলক্ষে  গত ৮ জুলাই মঙ্গলবার বিকেলে ইষ্ট লন্ডনের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে মাওলানা শুয়াইব আহমদের সাথে ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট মিডিয়া ভাষ্যকার মুফতি আবদুল মুনতাকিম, সহ-সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ, সহ-সভাপতি হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী ও ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ প্রমুখ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় নেতৃবৃন্দ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। মাওলানা শুয়াইব আহমদ দেশ ও জাতির বর্তমান সন্ধিক্ষণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলামের সম্ভাব্য প্রার্থী: ড. মাওলানা শুয়াইব আহমদ, যুগ্ম মহাসচিব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে, সম্ভাব্য প্রার্থী: সুনামগঞ্জ-২???? হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও সহ-সভাপতি, ইউকে জমিয়ত, সম্ভাব্য প্রার্থী: সুনামগঞ্জ-৩???? হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও সহ-সভাপতি, ইউকে জমিয়ত, সম্ভাব্য প্রার্থী: সিলেট-২????।





কমিউনিটি এর আরও খবর