নিখোঁজের একদিন পর মা ও দুই শিশুর লাশ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিখোঁজের একদিন পর মা নাসিমা বেগমের (৪০) এবং দুই শিশু সিফাত (৪) ও শাওনের (৮) লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে তাদের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার পুলিশ।
মোসাম্মৎ নাসিমা বেগম কাশিপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী। মঙ্গলবার দুই শিশুসহ মাঠে গরু চরাতে আসেন তারা। এসময় দুই শিশু মাঠে খেলতে থাকে। জেলেরা দেখার পর তাদেরকে সরিয়ে দেয়। কিন্তু বিকেল সাড়ে তিনটার দিকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত পর্যন্ত তারা ধারণা করছিলেন যে তারা হয়তো নদীতে পড়ে গেছে। গতকাল মঙ্গলবার অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি তাদেরকে। অবশেষে আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে তাদেরকে খুঁজে পাওয়া যায়।
মা ও দুই শিশুর লাশ উদ্ধারের বিষয়ে কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে মা ও দুই শিশু নিখোঁজ হয়। তারা মাঠে গরু চরাতে আসে। তাই (মঙ্গলবার) রাত পর্যন্ত ধারণা করা হচ্ছিল, নদীতে পড়ে তাদের মৃত্যু হয়েছে। অনেক খোঁজাখুঁজির পরেও তাদেরকে পাওয়া যায়নি। সর্বশেষ সকালে তাদের নদী থেকে উদ্ধার করা হয়। এসময় মায়ের হাতের সঙ্গে দুই শিশুর হাত বাধা অবস্থায় লাশ উদ্ধার করে স্থানীয়রা।