প্রকাশিত :  ০৭:৪৬, ৩০ সেপ্টেম্বর ২০২৩

গোলাপগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

 গোলাপগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাজেদ আহমদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের করগাঁও গ্রামের (আদম পাড়া) আনা মিয়ার বাড়িতে রাজমিস্ত্রি কাজের সময় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মাজেদ আহমদ লক্ষণাবন্দ ইউনিয়নের পূর্ব ফুলসাইন্দ গ্রামের রাজু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাজেদ আহমদ ওইদিন সন্ধ্যায় করগাঁও গ্রামের (আদম পাড়া) আনা মিয়ার বাড়িতে মিস্ত্রী কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে যান। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাদেশ্বর কুশিয়ারা ক্লিনিকে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে।




Leave Your Comments


বাংলাদেশ এর আরও খবর