প্রকাশিত : ০৯:১৪, ০২ অক্টোবর ২০২৩
স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন করবে বাংলাদেশ। সোমবার গৌহাটির ওই ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
গৌহাটির ম্যাচটিতে বৃষ্টির প্রবল শঙ্কা ছিল। টস শুরুর এক ঘণ্টা আগেও ঝলমলে রোদ ছিল। আকাশ ছিল পরিষ্কার। তবে ওই রোদ কিছুটা সরে মেঘ জায়গা নিয়েছে আকাশে। তাতে অবশ্য টস আটকায়নি।
গা গরমের ম্যাচে নির্ধারিত একাদশ থাকে না। ব্যাটাররা ব্যাটিং ঝালিয়ে নেন। বোলাররা বল করে প্রস্তুতি সারেন। সেক্ষেত্রে একজন ব্যাটিং করলেও তার ফিল্ডিং বা বোলিং করতে হবে এমন বিধি-নিষেধ নেই।
ইংল্যান্ডের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচেও ওপেনিং করতে পারেন তানজিম তামিম ও লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং না করা নাজমুল শান্ত খেলবেন এই ম্যাচে। এছাড়া বোলিং করতে পারেন মুস্তাফিজ।