প্রকাশিত :  ০৬:১৬, ০৩ অক্টোবর ২০২৩

রাজবাড়ী থেকে শরীয়তপুর অভিমুখে বিএনপি’র রোডমার্চ আজ

রাজবাড়ী থেকে শরীয়তপুর অভিমুখে বিএনপি’র রোডমার্চ আজ

এবার রাজবাড়ী থেকে শরীয়তপুর অভিমুখে সরকার পতনের একদফা দাবিতে রোডমার্চ করবে বিএনপি। আজ সকাল সাড়ে ৯টায় রাজবাড়ীর গোয়ালন্দ থেকে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে রোডমার্চ শুরু হবে। ১৩০ কিলোমিটার পথে ফরিদপুরসহ কয়েকটি স্থানে পথসভা অনুষ্ঠিত হবে।

শরীয়তপুর স্টেডিয়ামে সমাপনী সমাবেশের মাধ্যমে রোডমার্চ শেষ হবে। রোডমার্চে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। এছাড়া রোডমার্চে সমন্বয়কের দায়িত্বে আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ও সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, খন্দকার মাশুকুর রহমান। 

উল্লেখ্য, সরকারের পদত্যাগ দাবিতে ১৯শে সেপ্টেম্বর থেকে আগামী ৫ই অক্টোবর পর্যন্ত লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত কর্মসূচির মধ্যে রংপুর থেকে দিনাজপুর, বগুড়া থেকে রাজশাহী, ভৈরব থেকে সিলেট, বরিশাল থেকে পিরোজপুর, ঝিনাইদহ থেকে খুলনা, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত ছয়টি রোডমার্চ করেছে তারা। এছাড়া রাজধানীতে একাধিক সমাবেশ করেছে তারা। এদিকে আগামী ৫ই অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত চলমান কর্মসূচির সর্বশেষ রোডমার্চ করবে বিএনপি। এদিকে দুপুর ১টায় সুপ্রিম কোর্ট বার ভবনের দ্বিতীয় তলায় আইনজীবীদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের আয়োজনে এতে বক্তব্য রাখবেন সিনিয়র আইনজীবী নেতৃবৃন্দ।  

ওদিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাব সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ ইয়ুথ ফোরামের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

 




Leave Your Comments


জাতীয় এর আরও খবর