ভারত-কানাডা ইস্যুর গল্প বলবে শাহরুখের ‘ডাঙ্কি’?
কয়েকদিন আগেই গোটা বিশ্বে হাজার কোটির গণ্ডি পেরিয়েছে ‘জওয়ান’ ছবিটি। শাহরুখ-ভক্তরা এবার মুখিয়ে আছেন কিং খানের পরের ছবি ‘ডাঙ্কি’র জন্য। এরইমধ্যে মুক্তির দিনও চূড়ান্ত। চলতি বছরের ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি। তবে এর গল্প প্রসঙ্গে এখনও খুব একটা অবগত নন ভক্তরা। এবার ফাঁস হয়ে গেল পরিচালক রাজকুমার হিরানির এই ছবির চিত্রনাট্য। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ক’দিন আগে খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জারের খুনের নেপথ্যে ভারতীয়দের হাত থাকতে পারে বলে দাবি করেছিলেন কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। দেশটির সংসদে দাঁড়িয়ে এমনটাই বলেছিলেন তিনি। এই দাবির পক্ষে প্রমাণ মিলেছে বলেও জানান কানাডার প্রধানমন্ত্রী। তারপর থেকেই ভারত-কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন শুরু। দুই দেশের এই শীতল সম্পর্কের মাঝেই জানা গেল শাহরুখের পরবর্তী ছবি ‘ডাঙ্কি’র গল্পে উঠে আসছে ভারত ও কানাডার অভিবাসনের গল্প। কানাডার অনুপ্রবেশের গল্পই দেখা যাবে শাহরুখের এই ছবিতে।
শাহরুখ খান, রাজকুমার হিরানি এবং জিও স্টুডিওজের প্রযোজনায় নির্মাণ হয়েছে এই ছবি। আর এতে শাহরুখ ছাড়াও রয়েছেন ধর্মেন্দ্র, তাপসী পান্নু, ভিকি কৌশল, দিয়া মির্জা, বোমান ইরানি প্রমুখ। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সম্প্রতি তাপসী জানিয়ে দিয়েছেন, ছবিতে শাহরুখ ও ধর্মেন্দ্রর দুরন্ত একটি দৃশ্য রয়েছে। আর এমন আবেগঘন দৃশ্য ভারতীয় সিনেমার ইতিহাসে কখনও দেখা যায়নি।
প্রসঙ্গত, ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘মুন্না ভাই এমবিবিএস’, ‘সাঞ্জু’র মতো একাধিক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন নির্মাতা রাজকুমার হিরানি। এমন খ্যাতিমান পরিচালকের সঙ্গে দীর্ঘদিন পর ‘ডাঙ্কি’ দিয়ে জুটি বাঁধলেন বলিউড বাদশা।