img

ক্ষমা চেয়েও কাজ হয়নি, ৯ বছর পর সালমানের বাড়িতে অরিজিৎ!

প্রকাশিত :  ১২:৫২, ০৫ অক্টোবর ২০২৩

ক্ষমা চেয়েও কাজ হয়নি, ৯ বছর পর সালমানের বাড়িতে অরিজিৎ!

ন’বছর ধরে রাগ পুষে রেখে নিজের একের পর এক ছবি থেকে বাদ দিয়েছেন অরিজিতের গান। হঠাৎ সলমনের বাড়িতে কী করছেন গায়ক?

ন’বছর ধরে চলা সলমন-অরিজিতের বিবাদের কি এ বার অবসান ঘটতে চলেছে? অরিজিৎ সিংহকে কি ক্ষমা করে দিলেন সলমন খান? এখন বলিপাড়ায় এই জল্পনাই তুঙ্গে। একটা দীর্ঘ মন কষাকষির কি অবসান ঘটতে চলেছে? এমনই নানা প্রশ্ন উঠছে। এক সময় অরিজিৎকে চিনতে অস্বীকার করেন যে সলমন, তাঁর বাড়িতেই বুধবার রাতে দেখা গেল অরিজিৎকে!

সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বুধবার রাতে অরিজিতের গাড়ি ঢুকতে দেখা যায়। নিমেষে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। ভিডিয়োটি পোস্ট করা হয় সলমন খানের একটি ফ্যান পেজ থেকে। ক্যাপশনে লেখা হয়, ‘‘সলমনের গ্যালাক্সিতে অরিজিৎ, কী ঘটতে চলেছে কে জানে?’’ এই ভিডিয়ো প্রকাশ্যে আসতে কেউ কেউ বলছেন ‘টাইগার ৩’ এর জন্য কোনও গান গাইতে চলেছেন অরিজিৎ, কারও মতে কর্ণ জোহরের সঙ্গে যে ছবিটি করছেন সলমন সেটি নিয়েই হয়তো এই বৈঠক। একটা সময় এই অরিজিৎকে নিজের একের পর এক ছবি থেকে বাদ দেন সলমন।

২০১৬ সালে একটি অ্যাওয়ার্ড শোতে সেরা গায়কের পুরস্কার দেওয়া হয় অরিজিৎকে। সলমন ছিলেন অনুষ্ঠানের সঞ্চালক। সেরা গায়কের পুরস্কার ঘোষণার পর মঞ্চে আসতে বেশ কিছুটা দেরি করেন অরিজিৎ। কারণ, দর্শকাসনে বসে তিনি নাকি ঘুমিয়ে পড়েছিলেন! প্রায় ঘুম চোখেই পুরস্কার গ্রহণ মঞ্চে ওঠেন অরিজিৎ। তাঁকে দেখে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় খানিক রসিকতা করেই সলমন জিজ্ঞেস করেন, ‘‘তুমি কি ঘুমিয়ে পড়েছিলে?’’ পাল্টা অরিজিৎ বলেন, ‘‘কী করব, আপনারাই ঘুম পাড়িয়ে দিলেন।’’ সে দিন ‘তুম হি’ গানের জন্য পুরস্কার পান অরিজিৎ। সেই সময় সলমন বলেন, ‘‘এমন গান গাইলে দর্শকও ঘুমিয়ে পড়বে।’’

যতই চাপা দেওয়ার চেষ্টা করুন সলমন, নতুন একজন গায়কের তরফে এমন বাঁকা জবাব ভাল ভাবে নেননি অভিনেতা। তার পর থেকেই শুরু হয় দূরত্ব। যদিও পরবর্তী কালে ক্ষমা চেয়ে চিঠিও পাঠান গায়ক। কিন্তু মন গলেনি ভাইজানের। এমনিতেই বলিউডে ধারণা রয়েছে, সলমনকে চটিয়ে নাকি সেখানে টেকা যায় না। যদিও সেই ধারণা ভেঙেছেন অরিজিৎ। একের পর এক হিট দিয়েছেন। শাহরুখ খান থেকে অক্ষয় কুমার— সকলকেই কণ্ঠ দিয়েছেন গায়ক। অচিরেই দেশের পয়লা নম্বর গায়কের তকমা পেয়েছেন। তবে কি এ বার সলমনের পালা!

img

মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত :  ০৯:২১, ১৬ নভেম্বর ২০২৫

দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবার আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন। পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার বিনিময়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি-ধামকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় মেহজাবীন এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।

রোববার (১৬ নভেম্বর) আদালত সূত্রে জানা যায়, মামলাটিতে আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য ধার্য ছিল। তবে তারা আদালতে হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর ধার্য করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, বাদীর সঙ্গে দীর্ঘদিন পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসামি মেহজাবীন চৌধুরীর নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখবে বলে নগদ অর্থে এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন তারিখ ও সময়ে মোট সাতাশ লাখ টাকা দেন। এরপর মেহজাবীন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নেওয়ায় বাদী বিভিন্ন সময় টাকা চাইতে গেলে আজকে দেবো কালকে দেবো বলে দীর্ঘদিন কালক্ষেপন করে।

এতে আরও বলা হয়, পরবর্তী সময়ে গত ১১ ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে গেলে তারা ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন। ওইদিন ঘটনাস্থলে গেলে মেহজাবীন ও তার ভাইসহ আরো অজ্ঞাতনামা ৪/৫ জন অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা বলেন, ‘এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না’ তোকে বাসার সামনে পুনরায় দেখলে জানে মেরে ফেলব। এসব কথা বলে তারা বাদীকে জীবননাশের হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট ভাটারা থানায় গেলে থানা কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করার জন্য পরামর্শ দেয়।

এ ঘটনায় আমিরুল ইসলাম বাদী হয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধির ১০৭/ ১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন।