img

কসমেটিক সার্জারি করাতে গিয়ে আর্জেন্টিনার বিউটিকুইন জ্যাকুলিনের মৃত্যু

প্রকাশিত :  ১০:১৮, ০৭ অক্টোবর ২০২৩

কসমেটিক সার্জারি করাতে গিয়ে আর্জেন্টিনার বিউটিকুইন জ্যাকুলিনের মৃত্যু

অনেক বলিউড ও হলিউড তারকা নিজেকে সুন্দর দেখাতে প্লাস্টিক সার্জারির আশ্রয় নেন। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক তারকার বিষয়েও প্লাস্টিক সার্জারি করার কথা শোনা যায়। 

এরই মধ্যেই কসমেটিক সার্জারি করাতে গিয়ে মারা গেলেন ৪৮ বছর বয়সি আর্জেন্টিনার সাবেক বিউটিকুইন ও হলিউড অভিনেত্রী জ্যাকুলিন ক্যারিরি। খবর গালফ নিউজের। 

প্রতিবেদনে বলা হয়েছে, শরীরে রক্তজমাট বেঁধে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে তার। আর্জেন্টিনার মিডিয়া রিপোর্ট অনুসারে, তার চিকিৎসার সময় বেশ কিছু জটিলতা দেখা দিয়েছিল। যেগুলো শেষ পর্যন্ত রক্তজমাট বাঁধার দিকে নিয়ে যায়, যার ফলে তার মর্মান্তিক মৃত্যু হয়। অভিনেত্রী যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন তার সন্তান ক্লো ও জুলিয়ান তার সঙ্গে ছিলেন। 

ডেইলি মেইলের মতে, অভিনেত্রী ও বিউটিকুইনের মৃত্যুর খবর সান রাফায়েল ভেন্ডিমিয়ার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘোষণা করা হয়েছিল।

জানা যাচ্ছে, কসমেটিক সার্জারি করার কারণে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টের কারণে তিনি মারা যান।

নিজের জেলার সৌন্দর্য প্রতিযোগিতার খেতাব জয়ী ছিলেন জ্যাকুলিন ক্যারিরি। ১৯৯৬ সালে আর্জেন্টিনায় সান রাফায়েল এন ভেন্ডিমিয়া আঙুর ফসলের উৎসবের সৌন্দর্য প্রতিযোগিতায় রানারআপ হয়েছিলেন তিনি। 

সান রাফায়েল পেজেন্ট কুইন্সের মুকুটধারী হিসেবে দীর্ঘদিন পরিচিত জ্যাকুলিন ক্যারিরি। তরুণী বয়সে তিনি সান রাফায়েল এন ভেন্ডিমিয়া উৎসবের ভাইস কুইনও ছিলেন। 

img

নতুন অধ্যায় শুরু করছেন ঐশ্বরিয়া

প্রকাশিত :  ০৮:৩৭, ০৩ ডিসেম্বর ২০২৪

বর্তমানে বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের বিচ্ছেদের জল্পনায় সরগরম নেটদুনিয়া। গেল এক বছর ধরে চলছে এই চর্চা। যদিও বিষয়টি নিয়ে এখনও নীরব ভূমিকা পালন করছেন দুজনেই। তবে নিন্দুকের মুখে ছাই দিয়ে ফের কাজে ফিরছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। 

বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে চলেছেন ঐশ্বরিয়া। মেকআপ আর্টিস্ট অ্যাড্রিয়ান জেকবের পোস্ট করা ছবি তেমনই ইঙ্গিত দিচ্ছে।

সম্প্রতি ঐশ্বরিয়ার সঙ্গে শুটিং সেট থেকেই একটি ছবি পোস্ট করেন জেকব। 

সঙ্গে ক্যাপশনে লেখেন, “কাজের জায়গায় ঐশ্বরিয়ার সঙ্গে একটা ভাল দিন কাটল।” তবে কী কাজ, সে বিষয়ে বিশদে কিছু জানাননি তিনি। এই ছবি দেখে নেটপাড়ায় ঐশ্বরিয়ার ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

আম্বানিপুত্র অনন্তের বিয়ের আসর থেকে শুরু হয় ঐশ্বরিয়া-অভিষেকের বিবাহবিচ্ছেদের জল্পনা। তবে এ জল্পনার মধ্যে এ-ও শোনা যাচ্ছে, দম্পতি নাকি ফের পর্দায় জুটি বাঁধছেন। মণি রত্নমের ছবিতে নাকি তাদের ফের একসঙ্গে দেখা যাবে। এই গুঞ্জন নতুন করে তাদের বিচ্ছেদ-জল্পনার মোড় ঘুরিয়ে দিয়েছে।

২০০৭ সালে ঠিক বিয়ের আগে মণি রত্নমের ছবি ‘গুরু’-তে জুটি বেঁধেছিলেন ঐশ্বরিয়া-অভিষেক। দুজনের রসায়নে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। এর পরে ফের পরিচালকের ছবি ‘রাবণ’-এও একসঙ্গে অভিনয় করেন বচ্চন-দম্পতি। 

২০১০ সালে মুক্তি পায় সেই ছবি। ১৪ বছর পর ফের বচ্চন দম্পতির জন্য একটি চিত্রনাট্য খুঁজে পেয়েছেন মণি রত্নম। তবে এখনো এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি ঐশ্বরিয়া কিংবা অভিষেক কেউ-ই।