img

ইসরায়েলে আটকা পড়েছেন অভিনেত্রী নুসরাত ভারুচা

প্রকাশিত :  ০৭:১০, ০৮ অক্টোবর ২০২৩
সর্বশেষ আপডেট: ০৭:২৮, ০৮ অক্টোবর ২০২৩

ইসরায়েলে আটকা পড়েছেন অভিনেত্রী নুসরাত ভারুচা

হামাসের সন্ত্রাসী হামলায় ইসরায়েলে আটকা পড়েছিলেন বলিউড অভিনেত্রী নুসরাত ভরুচা। হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইজরায়েলে ছিলেন তিনি। ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাস সেই দেশে হামলা চালানোর পর থেকেই তাই অভিনেত্রীর চিন্তায় ছিলেন তাঁর টিম, পরিবার ও অনুরাগীরা। পরে অভিনেত্রীর টিমের এক সদস্য জানান, এক বেসমেন্টে আপাতত আশ্রয় নিয়েছেন তিনি। যদিও তারপর থেকে আর যোগাযোগ করা যাচ্ছিল না নুসরত ভারুচার সঙ্গে। তবে অবশেষে কাটল চিন্তার মেঘ। ভারতে ফিরছেন তিনি। 

নুসরতের টিমের এক সদস্য এএনআই-কে জানায়, ‘আমরা অবশেষে নুসরতের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। আর এমব্যাসির সাহায্য নিয়ে ওঁকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। তিনি সুস্থ আছেন এবং ভারতে ফিরছেন।’

নুসরাতের টিমের এক সদস্য এর আগে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘নুসরত দুর্ভাগ্যবশত ইজরায়েলে আটকে পড়েছেন। হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে তিনি সেখানে গিয়েছিলেন। শেষবার যখন আমি তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম, আজ দুপুর ১২.৩০-এর দিকে, তখন সে একটি বেসমেন্টে নিরাপদ ছিল। নিরাপত্তা ব্যবস্থার জন্য, আরও বিশদ প্রকাশ করা যাবে না।’

‘তবে, তারপর থেকে, আমরা সংযোগ করতে পারছিলাম না আর নুসরতের সঙ্গে। ওঁকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা করছি এবং আশা করি তিনি সুস্থ এবং অক্ষত অবস্থায় ফিরে আসবেন’, আরও জানান সেই সদস্য। ইজরায়েল সরকারের ঘনিষ্ঠ সূত্রগুলি জানিয়েছিল যে, তিনি নিরাপদে বিমানবন্দরে পৌঁছেছিলেন কিন্তু বিমানবন্দরে বিশৃঙ্খলার কারণে ফ্লাইটে উঠতে পারেননি। এবং ইজরায়েলেই অপেক্ষা করছিলেন ভারতে ফেরার ফ্লাইটের জন্য।

গতকাল সকাল সকাল দক্ষিণ ইজরায়েলের বিস্তীর্ণ এলাকায় রকেট হামলা চালায় প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস। প্রথম দফায় ৫,০০০টি রকেট ছোড়া হয় বলে দাবি করে হামাস। তেল আভিভ এবং বীরশেবার মতো এলাকায় বেজে ওঠে সাইরেন। ইজরায়েলে ঢুকে আসে হামাস গোষ্ঠীর বন্দুকধারীরা। গাজা এবং ইজরায়েলের মধ্যে থাকা 'নো ম্যানস ল্যান্ড' অতিক্রম করে তারা। হামাসের হাতে সাধারণ ইজরায়েলিরা 'অপহৃ' হচ্ছেন বলে জানা গিয়েছে। শুধু ইজরায়েলি নয়, বিদেশিরাও রয়েছে হামাসের নিশানায়। জানা গিয়েছে, অন্তত ১৭ জন নেপালিকে অপহরণ করেছে হামাস গোষ্ঠীর বন্দুকবাজরা।

এই হামলা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই। সোশ্যাল মিডিয়া এক্স (আগের টুইটার)-এ লেখেন, 'ইজরায়েলে জঙ্গি হামলার খবরে অত্যন্ত মর্মাহত। নিরীহ হতাহত মানুষ এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা। তাঁদের জন্য প্রার্থনা করছি। এই কঠিন সময় আমরা ইজরায়েলের পাশে আছি।'

গোটা ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ইজারেলের অভিনেত্রী গ্যাল গ্যাডোট। অভিনেত্রী ইনস্টাগ্রামে গিয়ে শেয়ার করেছেন যে সাম্প্রতিক ঘটনাগুলির কারণে তাঁর হৃদয় ভেঙে পড়েছে। সবার জন্য দোয়া করার কথাও লেখেন তিনি। এভরিথিং এভরিহ্যায় অল অ্যাট ওয়ানস তারকা জেমি লি কার্টিসও গোটা ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। 

img

ঘুমের মধ্যেই রহস্যজনক মৃত্যু নবাগত নায়িকা মেঘলার

প্রকাশিত :  ০৯:৩৪, ১৪ সেপ্টেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ১১:০৪, ১৪ সেপ্টেম্বর ২০২৪

নতুন অভিনেত্রী সাদিকা রহমান মেঘলার রহস্যজনক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে গ্রামের বাড়িতে মারা যান এ অভিনয়শিল্পী। সম্প্রতি একটি বিজ্ঞাপনে আরাবি রহমান নামে আত্মপ্রকাশ চুক্তিবদ্ধ হয়ে করবেন এমনটিই জানিয়েছিলেন তিনি। নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন মেঘলা।

তবে স্বপ্নপূরণ হওয়ার আগেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।

মেঘলার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন মেঘলার ছোট বোন রুকসানা। রুখসানা জানান, দুই দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়ি নেত্রকোনায় বেড়াতে যান মেঘলা।

রুখসানা বলেন, ‘রাতে ঘুমানোর আগে আপু বলতেছিল পায়ের মধ্যে কেমন যেন করছে। তখন পায়ে তেল মালিশ করে দেই। হঠাৎ রাতে ঘুম ভাঙলে ওর গায়ে হাত পড়তেই শরীর ঠাণ্ডা লাগে। তখন সবাইকে ডাকি। তারপর মৃত্যু হয়েছে বুঝতে পারি।

ঢাকার শ্যামলীতে বসবাস করতেন মেঘলা। তবে শোবিজে আত্মপ্রকাশ করতে যাচ্ছিলেন আরাবি রহমান নামে। কিশোরগঞ্জ জন্ম হলেও নেত্রকোনা বেড়ে ওঠা তার। নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন তিনি।

এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় যুক্তও হয়েছিলেন। সম্প্রতি একটি বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হয়ে এমনটাই জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হল কোথায়; তার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।