img

সোনাল চৌহানকে নিয়ে প্রকাশ্যে এলেন শাকিব খান

প্রকাশিত :  ০৭:৪৯, ২৬ অক্টোবর ২০২৩

সোনাল চৌহানকে নিয়ে প্রকাশ্যে এলেন শাকিব খান

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের পরবর্তী সিনেমা ‘দরদ’। এই সিনেমা তার বিপরীতে অভিনয় করছেন বলিউড নায়িকা সোনাল চৌহান। বুধবার (২৫ অক্টোবর) রাতে মুম্বাইয়ের একটি হোটেলে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে নায়িকার সঙ্গে দেখা দিলেন কিং খান। ‘দরদ’ সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা অনন্য মামুন। মুম্বাইয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে নায়ক, নায়িকা, নির্মাতা ও বাংলাদেশের একাংশের প্রযোজক কামাল কিবরিয়া লিপুসহ উপস্থিত ছিলেন অনেকেই।

সংবাদ সম্মেলনে শাকিব খান বলেন, ‘‘এটা বাংলাদেশ থেকে প্রথম প্যান ইন্ডিয়ান মুভি। আমি মনে করি এটি হতে যাচ্ছে একেবারে ইউনিক গল্পের মুভি। ইন্ডিয়ার সঙ্গে এই নতুন কোলাবোরেশান আশা করছি ভালো হবে।’’

সোনাল চৌহান বলেন, ‘‘সিনেমার কোনো ভাষা নেই। যে কোনো ভাষায় ভালো গল্পের সিনেমা হতে পারে। দরদ তেমনই একটি প্রজেক্ট।’’

পরিচালক অনন্য মামুন বলেছেন, ‘‘বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মীয়মান সিনেমাটির গল্প সাইকো থ্রিলার ধাঁচের। আগামী ফেব্রুয়ারিতে বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কর্ণাটক -এ ছয় ভাষায় সিনেমাটি মুক্তি দেওয়া হবে।’’

আজ (২৭ অক্টোবর) থেকে সাইকো থ্রিলার গল্পের এই সিনেমার শুটিং শুরু হবে। ‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে আরও অভিনয় করার কথা আছে, বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম এবং ভারতের রাহুল দেবের।

উল্লেখ্য, গেল ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ বেশ সফলতার মুখ দেখে। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে ছিলেন কলকাতার নায়িকা ঈধিকা পাল। এবার বলিউডের নায়িকা নিয়ে কতটা সফল হন শাকিব তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ‘দরদ’ মুক্তি পর্যন্ত। ২০০৮ সালে ইমরান হাশমির সঙ্গে বলিউডের ‘জান্নাত’ সিনেমা দিয়ে রূপালি পর্দায় পথচলা শুরু হয় সোনাল চৌহানের।

img

বরুণের স্ত্রী-পরিবারের কথা শুনে কান্না চাপলেন সামান্থা

প্রকাশিত :  ০৭:১৩, ১১ নভেম্বর ২০২৪

সামান্থা ও বরুণ ধfওয়ান সম্প্রতি তাঁদের ওয়েব সিরিজ় ‘সিটাডেল হানি বানি’র প্রচারে এক অনু্ষ্ঠানে গিয়েছিলেন। সেই অনুষ্ঠানের একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, সামান্থা কেমন যেন গুমরে রয়েছেন। কোনও রকমে ভিতরের কষ্ট চাপা দেওয়ার চেষ্টা করছেন। মুখে হাসি লেগে থাকলেও তাঁর চোখ বলছে, তিনি ভাল নেই। এমনই অনুমান তাঁর ভক্তদের।

তখন ঠিক কী হয়েছিল? কোনও এক প্রশ্নের উত্তরে বরুণ তাঁর নিজের পরিবার নিয়ে কথা বলছিলেন। বরুণ বলেন, “এটা আমার জীবনের গুরুত্বপূর্ণ পর্ব ছিল। আমি আর নাতাশা সেই সময়েই পরিবার পরিকল্পনা করি। ‘সিটাডেল হানি বানি’ সিরিজ়ে আমার চরিত্র বানিও খুব পরিবারকেন্দ্রিক। নায়ক পরিবার চায়। আমার মধ্যেও এই চাহিদা রয়েছে। তাই চরিত্রটি সহজে বুঝতে পারি।”

বরুণ নিজের স্ত্রী ও তাঁর পরিবার নিয়ে কথা বলছিলেন ঠিকই। কিন্তু দর্শকের চোখ ছিল সামান্থার উপরেই। এই কথাবার্তার সময়ে সামান্থার চোখের কোণ যেন হঠাৎই চিকচিক করে ওঠে। নেটাগরিকের কথায়, “সামান্থা বোধহয় চিৎকার করে কাঁদতে চাইছেন।” আর এক অনুরাগী লেখেন, “আমার সত্যিই সামান্থার জন্য খুব খারাপ লাগছে। তিনিও তো এমনই একটা পরিবার চেয়েছিলেন।”

সামান্থা ও চৈতন্য ২০১৯-এ তাঁরা বিয়ে করেছিলেন। কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি। শোনা যায়, সন্তান ধারণের জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন সামান্থা। কিন্তু সে সময়ই বিচ্ছেদ ঘটে যায়। এখন শোনা যাচ্ছে, নাগা চৈতন্য অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। আগামী ৪ ডিসেম্বর বিয়ে করছেন তারা। সামান্থার সঙ্গে বিচ্ছেদের পরই শোভিতার গলায় মালা দিতে চলেছেন এই নায়ক।