img

সোনাল চৌহানকে নিয়ে প্রকাশ্যে এলেন শাকিব খান

প্রকাশিত :  ০৭:৪৯, ২৬ অক্টোবর ২০২৩

সোনাল চৌহানকে নিয়ে প্রকাশ্যে এলেন শাকিব খান

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের পরবর্তী সিনেমা ‘দরদ’। এই সিনেমা তার বিপরীতে অভিনয় করছেন বলিউড নায়িকা সোনাল চৌহান। বুধবার (২৫ অক্টোবর) রাতে মুম্বাইয়ের একটি হোটেলে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে নায়িকার সঙ্গে দেখা দিলেন কিং খান। ‘দরদ’ সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা অনন্য মামুন। মুম্বাইয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে নায়ক, নায়িকা, নির্মাতা ও বাংলাদেশের একাংশের প্রযোজক কামাল কিবরিয়া লিপুসহ উপস্থিত ছিলেন অনেকেই।

সংবাদ সম্মেলনে শাকিব খান বলেন, ‘‘এটা বাংলাদেশ থেকে প্রথম প্যান ইন্ডিয়ান মুভি। আমি মনে করি এটি হতে যাচ্ছে একেবারে ইউনিক গল্পের মুভি। ইন্ডিয়ার সঙ্গে এই নতুন কোলাবোরেশান আশা করছি ভালো হবে।’’

সোনাল চৌহান বলেন, ‘‘সিনেমার কোনো ভাষা নেই। যে কোনো ভাষায় ভালো গল্পের সিনেমা হতে পারে। দরদ তেমনই একটি প্রজেক্ট।’’

পরিচালক অনন্য মামুন বলেছেন, ‘‘বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মীয়মান সিনেমাটির গল্প সাইকো থ্রিলার ধাঁচের। আগামী ফেব্রুয়ারিতে বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কর্ণাটক -এ ছয় ভাষায় সিনেমাটি মুক্তি দেওয়া হবে।’’

আজ (২৭ অক্টোবর) থেকে সাইকো থ্রিলার গল্পের এই সিনেমার শুটিং শুরু হবে। ‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে আরও অভিনয় করার কথা আছে, বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম এবং ভারতের রাহুল দেবের।

উল্লেখ্য, গেল ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ বেশ সফলতার মুখ দেখে। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে ছিলেন কলকাতার নায়িকা ঈধিকা পাল। এবার বলিউডের নায়িকা নিয়ে কতটা সফল হন শাকিব তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ‘দরদ’ মুক্তি পর্যন্ত। ২০০৮ সালে ইমরান হাশমির সঙ্গে বলিউডের ‘জান্নাত’ সিনেমা দিয়ে রূপালি পর্দায় পথচলা শুরু হয় সোনাল চৌহানের।

img

বাগ্‌দানের খবর নিজেই জানালেন ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা

প্রকাশিত :  ০৭:১৪, ১৫ জুন ২০২৫

ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা অবশেষে নানা জল্পনার অবসান ঘটালেন। নিজেই জানালেন তার বাগ্‌দানের খবর। ভক্তদের সেই বহু প্রতীক্ষিত ‘লাখ টাকার’ প্রশ্ন—ক্যালাম টার্নারের সঙ্গে তার বাগ্‌দান সেরেছেন কি না, তার উত্তর এল সরাসরি ডুয়ার কাছ থেকেই।

সম্প্রতি ব্রিটিশ সাময়িকী ভোগ-এ দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ২৯ বছর বয়সী এই গায়িকা বলেন, ‘হ্যা, আমরা বাগ্‌দান সেরেছি। এটা ছিল খুবই রোমাঞ্চকর সময়। একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্তটা অনেক সুন্দর। সারা জীবন একে অপরের সেরা বন্ধু হয়ে থাকার ভাবনাই একে আরও বিশেষ করে তোলে।’

ডুয়া আরও জানান, বাগ্‌দানের আগে ক্যালাম তার বোন ও কাছের বন্ধুদের সঙ্গে পরামর্শ করে আংটিটি তৈরি করেছিলেন। তিনি বলেন,‘সে আমাকে ঠিক কতটা ভালো বোঝে, সেটা এই আংটি দেখেই বোঝা যায়।’

ডুয়ার বাগ্‌দানের গুঞ্জন প্রথম চাউর হয় গত বছরের বড়দিনে। বছরের শেষের দিকে তার হাতে একটি বিশেষ আংটি দেখা যায়, এরপর সবাই ধরেই নেয় বাগ্‌দান সেরেছেন ডুয়া। তবে তখন এ সম্পর্কে কিছুই জানাননি তিনি। এখন বাগ্‌দানের কথা স্বীকার করলেও কবে সেটা সেরেছেন, সেটা প্রকাশ করেননি ব্রিটিশ গায়িকা।

গায়িকা জানান, শিগগিরই তারা বিয়ে করতে চান তারা, তবে দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। ডুয়া জানান, তার চলমান বিশ্বভ্রমণ কনসার্ট শেষ করেই বিয়ের দিনক্ষণ পাকা করবেন। চলতি বছরের ডিসেম্বরে মেক্সিকোতে শেষ হবে তার ওয়ার্ল্ড ট্যুর। ‘আমরা এ সময়টা উপভোগ করছি। আমি কখনো বিয়ে নিয়ে খুব একটা ভাবিনি, তবে বাগ্‌দানের পর বিয়ে নিয়ে রোমাঞ্চিত। বিয়ের দিন কী পরব, সেটা নিয়েই ভাবছি।’ বলেন ডুয়া।

এক বছরের বেশি সময় একসঙ্গে আছেন ডুয়া ও ক্যালাম। ৩৫ বছর বয়সী লন্ডনের এই অভিনেতা ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ ও ‘মাস্টার্স অব দ্য এয়ার’ দিয়ে পরিচিতি পান। ২০২০ সালে বিবিসি ওয়ানের ‘দ্য ক্যাপচার’ সিরিজে অভিনয়ের জন্য বাফটা মনোনয়নও পেয়েছিলেন তিনি।

বর্তমানে টার্নার ব্যস্ত নতুন কাজ নিয়ে। তিনি অভিনয় করছেন অ্যাপল টিভি প্লাসের নতুন সায়েন্স ফিকশন সিরিজ ‘নিউরোমান্সার’-এ; এটি তৈরি হচ্ছে উইলিয়াম গিবসনের ১৯৮৪ সালের উপন্যাস অবলম্বনে।